জীবিকার জন্যই জীবন নাকি জীবনের জন্য জীবিকা ? সেটা আমরা যারা দেশের বাহিরে থাকি তারাই উপলব্ধি করতে পারি মা,বাবা ভাই, বোন ছেলেমেয়ে নিজের অধ্যাঙ্গনি আত্মীয়, স্বজন সবাইকে ছেড়ে একাধিক বছর প্রভাসে থাকি প্রতিদিন যেনো হাজার বছর শত প্রতিকূলতার্ মাঝে যেই বাংলা "মাকে আমরা শ্রেষ্ঠ জন্ম ভূমি মনেকরি সেটাই কি এই বাংলাদেশ ? স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর দেশের গণতন্ত্র যেনো লুজু, গোবরে অবস্থা দেশে এসেছি শান্তির জন্য সেখানে অশান্তির আগুনেইবা কেনো জ্বলব ? সকালে নোয়াখালী গিয়েছি পরের দিন ফিরে আসব, রাত্রি বেলায় শুনেছি দুইদিনের হরতাল কি জন্য ? ধসেপড়া রানাপ্লাজা এবং মতিঝিলের গণহত্যার প্রতিবাদে আমার ঢাকায় আশা জরুরি ছিলো তাইপরের দিন যথারীতি সকালে ছয়টার মধ্যেই ঢাকার উদ্দেশ্য একরকম পায়েহেঁটে কখনও রিকশাযোগে আর কখনও সি,এন জি চালিত অটরিকশায় ঢাকায় আসার খেষারত দিতে হয়েছিলো পনেরোশত টাকাচ কি কারণ আমার মতো সাধারণ পাবলিক এইভাবে ঘৃর্ণ রাজনীতির শিকার কেনো ? কেনোই বা ঘরের বারিন্দায় বসে থাকতে হবে ? জাতির বিবেকর কাছে আমার প্রশ্ন এরাজনৈতিক দলগুলো সার্টিফিকেট হিসাবে যেইসব যুক্তি তর্ক উপস্থাপন করার চেষ্টা করা হয় শেষে দেখাগিয়েছে সম্পূর্ণ ভুল একটি ও সত্য প্রমাণিত হয়নি উদ্দেশ্য মূলক ভাবে ম্যাডাম জিয়া বলেছিলেন রানা প্লাজা উদ্ধার কাজ সিঠক ভাবেপরিচালনা হয়নি সাথে একটি লাশগায়েবের অভিযোগ করেছেন আর সেখানে জীবিত রেশমাকে উদ্ধারের পরেও অনেক মৃতের দেহঅবশেষ পাওয়া গেছে সেখানে ম্যাডাম জিয়ার অভিযোগ কি প্রমান করে ? শুধু বিরোধিতা খাতিরে নয় কি ? হেফাজতের আঁড়াই হাজার কর্মী হত্যা করে লাশ গুমের অভিযোগ যেখানে হেফাজত বলেছেন উন্নিশ কর্মী নিখোঁজ সেখানে অনেক সুশীল সমাজ গায়েব আনা নামাজ আদায় করাটা কিশের লক্ষণ ? বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আইন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন দলিয় দুর্নীতি আড়াল করতে উনি ভালকরে জানেন উনার দল দুর্নীতির উদ্ধে নয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বাজ নেতাকর্মীদের কুকর্ম দেশের মানুষের কাছে পরিস্কার হয়েদেখা দিবে তখন জনগণের ভোটের উপর প্রভাব পড়তে পারে না হলে ফখরউদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার উনাকে নির্বাচিত করে সংসদে জাতিকে নেত্রীত্ব দেওয়ার অধিকার দিয়েছেন এখন আর উনার কাছে তত্ত্বাবধায়ক সরকার ভালো লাগেনা ম্যাডাম জিয়াও ৯৬ বলেছেন পাগল আর শিশু ব্যতীত নিরপক্ষ কেউই নেই । কিছু দিন আগে এরশাদ সাহেব টিভিতে একই কথা বলেছেন দেশে নিরপেক্ষ লোকের অভাব কিন্তু প্রধানমন্ত্রী সেটা বিশ্বাস করতে রাজি নয় উনি তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরতে চাইছেনা উনার বাবা বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেখানে উনি জাতির গাঁড়ে দলতন্ত্র চাপিয়েদিচ্ছেন কেন ? আমরা কি রানা প্লাজার উদ্ধার অভিজ্ঞতার প্রয়োগ জাতীয় স্বার্থে রাজনীতির মাঠে ব্যবহার করতে পারিনা জাতির ক্লান্তি কালে দল মত নির্বেশেষে জনকল্যাণকর কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



