আপনি ঢাকায় চলো গণতন্ত্র উদ্ধার কর্মসুচি ঘোষণা করেছেন সেটা ভালো কথা, আপাতত না হয় জাতিবিশেষ সেটাকে সম্মান করলো, আপনার গণতান্ত্রিক অধিকার আছে আপনি সেই অধিকারবলে একটি জনসভা করবেন, সরকারের উচিত আপনার জনসভায় কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়াই আপনার জনসভাকে সফল হতে দেওয়া কিন্তু জাতির জন্যে কোনো রকমের অভিশাপ বয়ে আনবেনা সেইটার ব্যাপারে আপনি কতটা প্রস্তুত আপনাদের আঠারো দলিয় জোটের উপরে আপনার কতটা আস্হা আছে সেটা জাতিকে পরিস্কার করে বললে জাতি দুরচিন্তা মুক্ত হতো আর আপনি গণতান্ত্রিক মূল্যবোধের উপর বিশ্বাস করলে আগে কোথায় ছিলেন ? এখন শেষ পর্যায়ে ঢাকা অচল করলে কি আপনার উদ্দেশ্য প্রকৃত রূপ ধারণ করবে ? আপনি ক্ষমতায় যাবেন আর না হয় বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু সাধারন মানুষকে কষ্ট দিয়ে এইভাবে ক্ষমতা নিয়ে কাদা ছোড়া ছোড়ি কতটা যুক্তি যুক্ত ? সাপের বীণ বাঁশি আপনি তৈরী করেছেন আর বর্তমান প্রধানমন্ত্রী সেটা বাজাচ্ছেন আপনি কোনো একদিন বলেছিলেন পাগল আর শিশু ব্যতীত নিরপেক্ষ কেউই নেই অবশ্যই সেটা আপনার মনে আছে আজীবন জাতি সেটা মনে রাখবেন আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্হা বাতিল করেছেন হাওয়া ভোঁবনের বলে আর হাসিনাঃ দলিয় সংসদ সদস্যদের ভোটে সেটাকে পাকাপোক্ত করেছেন মাঝে আমরা সাধারণ মানুষ কেউ জীবন দিয় আর কেউ পুঙ্গ হয়ে আর কেউ খেয়ে না খেয়ে আপনাদের ঋণ পরিশোধ করতে হচ্ছে কেন একটু বলবেন ? হাসিনাঃ সঠিক কথা বলেছেন আপনি আন্দোলন করতে জানেন না সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড় অনেক দেরী হয়েগেছে এখন আর আন্দোলন করে লাভ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও পাঁচটি বছর ক্ষমতায় থাকতে দিন দেশের মঙ্গল হবে আপনার ছেলেদের আপনার অভাব নেই" আল্লাহর" দেওয়া সবকিছুই আপনাদের কাছে আছে জেনারেল জিয়াউর রহমান সাহেব আপনাকে কি দিয়ে গেছেন একটি ভাঙা সুটকেস আর ছিঁড়ে পায়জামা আসলে উনি উচ্চ বিলাসী ছিলেন না নিহাতেই একজন ভালো মানুষ ছিলেন । আমার মতো অনেক আছে আপনাকে সাফট করেছি না কিন্তু জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধা করি ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



