হাঁ আমি। আওমীলীগ সরকারের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে অপদার্থ বলছি । তিনি সংবাদ মাধ্যমে বলে বেড়াচ্ছেন গুম, অপহরণ নিয়ে সরকার বিব্রত নয় । গুম, অপহরণ তুলনা মূলক কম হচ্ছে । ধিক্কার জানাই আপনাকে দৈনিক গড়ে দশজন করে অপহরণ হচ্ছে সেটি আপনার নিকট তুচ্ছ মনে হচ্ছে । যখন নারায়ণগুঞ্জে এতোগুলো লোক এক সাথে অপহরণ হলো তাঁদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আকুল আবেদন জানানো হয়েছিল তখন কি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আপনার কোনও দায়িত্ব ছিলনা ? আপনি কি প্রধানমন্ত্রীর আদেশের অপেক্ষায় ছিলেন ? প্রধানমন্ত্রীর আদেশ ব্যতীত আপনার কি কিছুই করার অনুমতি নেই ? শেষ পর্যায়ে এসে বলছেন দুই,এক দিনের মধ্যে কারিশর্মা দেখাবেন । তাহলে কি আপনি লাশের অপেক্ষায় ছিলেন ? মানুষের জীবনের কোনো মূল্য ছিলনা আপনার কাছে । যখন রোম, জ্বলছিলো রাজা নিরু বাঁশি বাজাচ্ছিলেন সেই টাইপের কাহিনী মনে হচ্ছে না আপনি মানুষের জান,মালের নিরাপত্তা দিবেন বলে অঙ্গীকার করেছিলেন সেটি দিতে ব্যর্থ হয়েছেন একটুও লজ্জা লাগেনি ? এখনো পদত্যাগের কথা ভাবছেন না কোনো ? নাকি বাবরের মতো ঠেলাঠেলির গাড়িতে ছড়ার ইচ্ছে আছে । আইন শৃঙ্খলা বাহিনী আগ্রহী হলে অথবা স্বাধীন ভাবে কাজ করলে আপনার মতো মন্ত্রীর প্রয়োজন হয়না । বাংলাদেশ পুলিশ আর আর্মির প্রতি এখনো দেশের মানুষের আস্হা আছে । আপনি ব্যর্থতা মাথায় নিয়ে বিদায় নিন সেটাই সময় উপযোগী সিদ্ধান্ত হবে,
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৪ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



