ম্যাডাম খালেদাজিয়া আপনাকে যারা বুদ্ধি দিয়েছে নিজের বাড়ি ছেড়ে দলীয় অফিসকে বাড়ি হিসাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছে,তাঁরাই আপনার পরিবারের ধ্বংসের নীলনকশা তৈরি করে রেখেছে আপনি আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করবেন সেই স্বপ্নে বিভোর হয়ে সারা দেশে অবরোধের ডাক দিয়েছেন, আজ কোথায় আপনার দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মী ? যাদেরকে নমনিশন দিয়ে সংসদে নিয়েছিলেন তৃমূল পর্যায়ে যদিও দুইচার জন দেখা যাচ্ছে তারাও সরাসরি আন্দোলনে না নেমে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে বেড়াচ্ছে এটিকে কি সরকার পতনের আন্দোলন বলা যায় ? পেট্রোলবোমার অপসংস্কৃতি আপনি আরম্ভ করেছেন পেট্রোলবোমা মেরে আপনি সাধারন মানুষকে দ্রুত মৃত্যুর শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করবেন যানবাহন জ্বালিয়ে ধ্বংসাবশেষ নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন সেটি কি বর্তমান বাংলাদেশে সম্ভব ম্যাডাম ? আপনি হীন মানসিকট্রমায় ভোগছেন এই দেশের মানুষ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে আপনাকে ক্ষমতায় বসিয়ে দিবে আপনার বিগত শাসন আমলের কথা দেশের মানুষ ভুলে গেছে ? না ম্যাডাম সেটি আপনার ভুল ধারণা বাঙালী ভাতে মাছে উপাধি পাপ্ত জাতি, যেই মাছের মাথায় ফ্রী প্রসপারাস নামক আলৌকবাহি পদার্থবিশেষ থাকে আর পৃথিবীতে সেই মাছ বাঙালীর প্রধান খাদ্য কি করে জাতি আপনার শাসন আমলের দুর্নীতিষড়যন্ত্রের কথা ভুলে যাবে ? আপনার বয়স হয়ে গেছে তারপরও আপনার উচ্চ বিলাসী জীবন যাপন কেন শেষ হচ্ছে না ম্যাডাম ? আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন নির্মম ভাবে মৃত্যু বরণ করেছেন তখন আপনার কাছে দুই সন্ধান একটি ভাঙাচুরা সুটকেইস ব্যতীত কি ছিলো ? আর বর্তমানে আপনার কিসের অভাব আছে ? যদি খোলামেলা জাতিকে বলতেন আমার মনেহয় জাতির জন্যে ভালো হতো । আপনাকে অনুরোধ করব ধ্বংসলীলা বন্ধ করুন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে আর জাতির নিকট ছোটো করবেন না আমার মতই অনেক মানুষ আছে আজও প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, কেন আপনি আর আপনার ছেলে সেই মানুষটিকে প্রশ্নবিদ্ধ করছেন ? সব শেষে অনুরোধ করব হিংসাবিদ্বেষ ভুলে রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব থেকে আপনার স্বামীর সম্মান রক্ষার্থে ভালো কিছু করতে চেষ্টা করুন নাহলে ইতিহাসের পাতা থেকে সারা জীবনের জন্য মুছে যাবেন মানুষের ধৈর্য্যেরবাঁধ একদিন ভেঙে যাবে তখন ছেলের মতো পালিয়ে যাওয়ার সময় পাবেন বলেও মনেহয় না । একটি কথা স্মরণ রাখবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশের মানুষ মন্দেরভালো হিসাবে দেখে যতো দিন তৃতীয় শক্তির উথ্যান না হবে হাসিনা ততদিন ক্ষমতায় থাকবে আপনি শতচেষ্টা করেও কোনও লাভ হবে না, হাসিনাঃ বিগত শাসন আমলে বারবার বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে পিছনের রাস্তায় আর ক্ষমতায় যাওয়া যাবেনা পিলখানায় সেটার সমাধিক্ষেত্র রচিত হয়েছে আজ পর্যন্ত যতোবার বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে ততবার সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে শুধুমাত্র এরশাদ সাহেব স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছেন আপনি এরশাদ সাহেবের সাথে যেই আচরণ করেছেন যদি "আল্লাহ" আপনাকে ক্ষমা করে তবে করতে পারে না হলে আপনার অকৃতজ্ঞার শাস্তি অবশ্যই পাবেন আজ যদি আপনি যুদ্ধ অপরাধী নির্ভর দল না হয়ে জাতীয় পার্টি নির্ভর হতেন তাহলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত হতো ম্যাডাম । বাংলাদেশের মানুষ ধর্ম প্রিয় ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্ম ব্যবসাকে পছন্দ করে না সেটি আপনি ভালোই জানেন কিন্তু এরশাদকে হাত ছাড়া করে আপনি ধর্ম ব্যবসায়ীদের সাথে মিশে দেশে ইরাক, সিরিয়া আবগানিস্থান আর পাকিস্তান মার্কা রাজনীতি শুরু করতে চাইছেন সেটি অন্তত বাংলাদেশের মানুষ কখনও মেনে নিতে পারেনা ।ঊ
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



