1। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার পুএ তারেক রহমানের বিরেদ্ধ দূনীতির অভিযোগ বিরুদ্ধে তদন্ত করা এবং দূনীতির অভিযোগ সত্য প্রমানিত হলে। তাদের শাস্তির প্রদান করা। একই ব্যবস্থা প্রযোজ্য তাদের শাসন কালে দূনীতে ও অন্যায়ের সংঙ্গে সংশিলষ্ট সকলের ক্ষেএে।
2। বি,এন.পি জামাত নেতৃদীন জোটের লুটেরা কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য তাহেদর সকল পাসপোর্ট বায়োযাপ্ত করে রাষ্টীয় ব্যবস্থা করা।
3। দূনীতির অভিযোগ আদলতে প্রমানীত হলে সাথে সাথে শাস্তির ব্যবস্থা করা ও দূনিতীলব্ধ সকল অর্থ ও সম্পত্তি বায়েযাপ্ত করা।। ইহাতে যদি সাময়িক বি,এন,পি ও চারদলীয় জোটের ক্ষতি হয়। তারপর ও পরবর্তী যে ক্ষমতা আসাবে অনন্ত দূনীতে করতে সাহস কম হবে বলে প্রবাসীরা মনে করে? তাহাদের বিচার এই তত্বাবদায়ক সময় বিচার করা জরুরূী। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দূনিতীর বিচার চাই আমরা।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



