মোট ৪টা বিশেষ সংখ্যা কিনলাম। ৩টা ঈদ আর একটা শারদীয়। '২০০০', 'সমকাল', 'মৌচাকে ঢিল' আর আনন্দমেলা। একটা সময় ছিলো যখন অনেক কিছু কিনতে ইচ্ছে করতো, পকেটে টাকা থাকতোনা। এখন পকেটে টাকা আছে, ইচ্ছে মত কিনিও কিন্ত পড়ার সময় পাইনা।
প্রথমে কিনেছি সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যা। বাংলাদেশে মনে হয় রোজা শুরু হতে না হতেই এরাই প্রতিবছর সবার আগে ঈদ সংখ্যা বের করে। উপন্যাস গুলো এখনো তেমন কিছুই পড়া হয়নি। 'ট্যারা নভেরা' নামের একটা উপন্যাস কিছুদূর পড়লাম, অতি অখাদ্য মনে হলো। সাবেক আমলা আব্দুশ শাকুরের 'স্মৃতিকথা' পড়লাম, সুখপাঠ্য রচনা। হুমায়ূন আহমেদের একটা আত্নজীবনীমূলক লেখা আছে, ভালই। মুনতাসীর মামুনের '৭১ এর পাক জেনারেলদের উপর একটা গবেষণাধর্মী লেখা শেষের দিকে তাড়াহুড়া করে শেষ করা হয়েছে বলে মনে হলো।
সমকাল, মৌঢি আর আনন্দমেলা কিনেছি মাত্র কালকে। 'সমকাল' এর অঙ্গসজ্জা চমৎকার! হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে, ঐটাই আগে পড়লাম। এবার মেজাজ খারাপের কারণে আসি। সমকালেই দেখলাম পশ্চিম বাংলার একাধিক লেখকের উপন্যাস। কিছুদিন পর বের হবে ঈদ সংখ্যা 'অন্যদিন', সেখানেও থাকবে। কিন্তু শারদীয় আনন্দমেলায় আমাদের কোন লেখকের কোন লেখা দেখলাম না। সম্ভবত: বাকী গুলোতেও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও কিছু পাওয়া যাবেনা। যদি ধরেও নেই আমাদের লেখকদের লেখার মান খারাপ, তারপরও 'বার্গেনিং' বলে একটা কিছু তো আছে নাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




