কেন যেন মনে হয় উত্তরটি হবে 'হ্যাঁ'।
গত ২ বছর ধরে শেয়ার বাজার পর্যবেক্ষণ করছি। কত শত বিশেষজ্ঞরা বললেন বাজার উষ্টা খাবে, পড়ে যাবে, মরে যাবে। কিন্তু না, বাজার পড়েনি বরং ধাই ধাই করে উপরের দিকে উঠেছে। মাঝখান দিয়ে ২ বছর আগে যারা এই বাজারে ঢুকেছিলো তারা ২/৩ গুণ মুনাফা করে তৃপ্তির ঢেকুর তুলছে।
তাই আমিও বিসমিল্লাহ বলে নেমে পড়লাম।
নোটঃ মাঝে মাঝে শেয়ার বাজারের অবস্থা দেখে মেজাজ গরম হয়ে যায়। সেজন্যই এই লেখা।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




