একিদন তুমি বলেছিলে যদি কস্ট দেই
তবে কোন এক পূর্ণিমার রাতে আমাকে ছেড়ে
না ফেরার দেশে চলে যাবে তুমি,
সেই সুন্দর সন্ধ্যায় তোমার মুখে এমন কথাশুনে
ভয়ে হাত-পা জমে গিয়েছিল আমার
মুহূর্তেই মনে হচ্ছিল আমি হয়তো মরে যাচ্ছি।
হৃদয়যন্ত্রণা লুকিয়ে সবসময়কারমতো সেদিনও
মিস্টিকরে হেসে তোমাকে বলেছিলাম
তোমার সেই ইচ্ছা কখনোই পূর্ণ হবেনা।
তোমার ভালবাসা আর মিস্টি শাসনে শৃঙ্খলিত এই আমি
প্রতিটি পূর্ণিমার রাতে হবো তোমার ছায়াসঙ্গী।
আমাকে একলা করে কিভাবে চলে যাবে বলোতো?
এওকি সম্ভব? তোমাকে যেতে দিলেতো?
..........................
জোবায়ের আহমেদ নবীন
দুপুর ১২ টা, ২৭ ফেব্রুয়ারি ১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




