আর কিছুক্ষণ,
যারা সুখে আছেন শীতাতপে
যারা ডুবে আছেন মাতাল অন্ধকারে,
ভোর আসবে আবারো
শুভ্রতার ডাক নিয়ে,
পথে কুকুর আর ডাস্টবিনে ছেড়া খাবারের সন্ধানে
মানুষও ভীড়বে
যারা অন্ন খুঁজে রাতের অন্ধকার পেরোলে।
আর কিছুক্ষণ,ভূমিষ্ঠ শিশুর মতো
আমিও চিৎকারে,
আমার স্বপ্নবাজ মনের
সাথে ৫২ তাসের হিসেব মিলাবো,
না মিললে আবারো
আরেকটা ভোরের অপেক্ষায়,
শুভ্রতার ডাকে,
স্নিগ্ধতায় তাকিয়ে থাকবো,
না আকাশের দিকে নয়,
রাজাদের দেদারসে দেশ নিয়ে যোনির খেলার মাতম
দেখতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




