অনেক দেরি হয়ে গেছে জানি। তবুও আপনাদের সামনে হাজির করলাম খোয়াবের তৃতীয় সংখ্যা। এবার কোনো থিম নয় – একেবারে শুধুই খোয়াব – পাখিদের বহুবর্ণ সব ডানার বিচিত্র রঙে ভরা, গদ্যময় খোয়াব। চল্লিশটি গদ্যময় বর্ণ সংযোজিত করতে গিয়ে যে বিলম্ব, তার জন্য আপনাদের কাছে নতজানু হয়ে ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু তার পাশাপাশি এই আশাও রইল যে, ‘খোয়াব’ আপনাদের মূল্যবান মনযোগটুকু শেষ পর্যন্ত ঠিকই আদায় করে নিতে সক্ষম হবে, আর বিনিময়ে সমৃদ্ধ হবে আপনাদের ঋদ্ধ অভিমতে।
অন্তর্জালে খোয়াবের ঠিকানা: http://www.khoyab.in
খোয়াব - ভাবনার ভাষা, সময়ের গদ্য


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




