somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজও আলো ছড়ায় যে প্রদীপ

২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেগম বদরুন্নেছা আহমেদ, যাঁর নামে ঢাকার বদরুন্নেছা কলেজ ||
১৯৪৪ সালে, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা ডুমুরগ্রাম সিউড়ি কলকাতার নূরীকে প্রথম দেখেন, কুষ্টিয়ার আমলাপাড়ার ৩২ নম্বর এন.এস.রোডের নুরউদ্দিন। প্রথম দেখা শিলিগুরি শহরে। নুরউদ্দিন তখন বনবিভাগের অফিসার, চাকুরীর প্রথম পোস্টিং শিলিগুড়ি শহরের অদূরে বাগডোরাতে।
প্রথম দেখাতে কলকাতা শহরের আধুনিক স্মার্ট চটপটে নূরীকে ভালো লাগে নুরউদ্দিনের। এই ভালোলাগা আরো বৃদ্ধি পায়, যখন শিলিগুরি শহরের নূরীকে নিয়ে দুর্গাপুজা দেখতে বের হন নুরউদ্দিন। সেদিন শিলিগুরি শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীর বুকে শরীর এলিয়ে দিয়েছিলো জ্যোৎস্না। আর নূরী ও নুরউদ্দিন তখন হারিয়ে যান, গল্পের ভূবনে।
নূরী বেশ কিছুদিন ছিলেন শিলিগুড়িতে। নূরীর সাথে গল্প করার লোভ সামলাতে না পেরে হুটহাট করে নুরউদ্দিন মাঝে মাঝেই হাজির হত নূরীর আবাসস্থলে।
একদিন হঠাৎ'ই নূরী চলে যায় কলকাতা। কিন্তু বাগডোগরার নুরউদ্দিনকে সে ভুলতে পারে না। চিঠি আদান প্রদানের মাঝে কখন যে মন আদান প্রদান হয়ে যাবে,কে জানত?
১৯৪৭ সালের ২৩ জুলাই দুইজনের হাত আদান প্রদান হয়। কলকাতার ভিটামাটি ছেড়ে নূরী পারি জমান এপার বাংলাতে। যশোর, খুলনা আর চট্টগ্রাম পার হয়ে ১৯৫২ সালে নুরউদ্দিনের পোস্টিং হয় সিলেট। নূরী ততদিনে একাধীক সন্তানের মা। ১৯৫৩ সালে সিলেটের এম.সি কলেজ থেকে মানবিকে স্নাতক পাশ করেন নূরী। তখনো কেউ বুঝে উঠেনি এই নূরী থেকেই সিলেটের মাটিতেই জন্ম নেবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম নারী রাজনৈতিক ব্যাক্তিত্ব "বেগম বদরুন্নেসা আহমেদে"। স্বামী নুরউদ্দিন আহমেদ তাকে "নূরী" নামেই ডাকতেন ।
বেগম বদরুন্নেসা আহমদের লেখাপড়ার সূচনা বেগম রোকেয়ার হাতে গড়া "সাখাওয়াত মেমোরিয়াল মুসলিম গার্লস স্কুলে"। হয়তো সরাসরি দেখেওছিলেন তিনি বেগম রোকেয়াকে। ১৯৪২ সালে সেই স্কুল থেকেই তিনি পাশ করেন ম্যাট্রিকুলেশন। ১৯২৪ সালের ৩ রা মার্চ জন্ম নেওয়া বদরুন্নেসার বয়স তখন ১৮।
১৯৪৪ সালে তৎকালীন কলকাতার বিখ্যাত "লেডি বার্বন কলেজ" থেকে পাশ করেন ইন্টার মিডিয়েট। এম.সি. কলেজের পাঠ চুকিয়ে, ১৯৬১ ও ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন যথাক্রমে মাস্টারস ইন এডুকেশন ও মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স ডিগ্রী। লেডি বারবন কলেজের ছাত্রী থাকাকালীন বাঙালার মহা দুর্ভিক্ষের সময় বেগম বদরুন্নেসা আহমদ ভলেন্টেয়ারীতে অংশগ্রহণ করেন। দুর্ভিক্ষ পিরীতদের জন্য তিনি খাদ্য রান্না বান্নার কাজে সাহায্য করতেন।
১৯৫২ সালে সিলেট এমসি কলেজের ছাত্রী থাকা অবস্থাতে ভাষা আন্দোলনে জড়িয়ে উত্তপ্ত সিলেট শহরের বিভিন্ন মিছিল ও পদযাত্রায় শরিক হতে থাকেন,বেগম বদরুন্নেসা। সে সময়কার অল পাকিস্তান উইমেন্স এসোসিয়েশনের সদস্য হিসাবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশগ্রহনের স্বীকৃতি স্বরূপ তিনি পান “কুইন এলিজাবেথ কারনেশন মেডেল"। মিষ্ট ভাষী বদরুন্নেসার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিলো ধীরে ধীরে।
সমসাময়িক প্রাদেশিক আইনসভার তোরজোড় প্রস্তুতি ও সেইবার নারীর প্রার্থী হওয়ার সুযোগ আসায়- স্বামী নুরউদ্দিন আহমেদের মনে হয়, বদরুন্নেসা নির্বাচনে অংশগ্রহণের ক্ষমতা রাখেন। বেগম বদরুন্নেসাকে সেটা জানাতেই বেগম বদরুন্নেসা নিজেও আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া ও ঢাকার নিকটজনের পরামর্শে বদরুন্নেসা দেখা করেন হোসেন শহীদ সোরওয়ার্দী এবং আওয়ামীলীগের সেক্রেটারি তরুন তুর্কি শেখ মুজিবর রহমানের সাথে। বদরুন্নেসার সাহস ও ব্যাক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে মনোনয়ন দিতে রাজী হলেন যুক্তফ্রন্টের নেতারা।
বদরুন্নেসা ঠিক করলেন নির্বাচন করবেন নিজের শ্বশুর বাড়ী এলাকা অর্থাৎ কুষ্টিয়া থেকে। শ্বশুরবাড়ির এলাকার আওয়ামীলীগের সমর্থন পেয়ে বদরুন্নেসার প্রথম নির্বাচনী এলাকা ঠিক হয় কুষ্টিয়া-খুলনা-যশোর-ফরিদপুর পৌরসভা।
নিজের তিন সন্তান যাদের সব থেকে বড় জনের বয়স ছয় আর ছোট জনের বয়স দেড়, সাথে নিয়ে বদরুন্নেসা নামেন নির্বাচনের লড়াইয়ে। নিজের বড় বোন এবং নুরউদ্দিন আহমেদের মেজ ভাই ডা. শামসুদ্দিন আহমেদে হলেন তার প্রধান সারথি। নুরউদ্দিন আহমেদ এর মিয়া ভাই তাজউদ্দিন আহমেদ দায়িত্ব নিলেন কুষ্টিয়ার ভোট দেখতে। সেজ ভাই বদরুদ্দিন আহমেদ কাজ করলেন সমান তালে। বদরুন্নেসার স্বামী নুরউদ্দিন আহমেদ তখন সিলেটের কর্মক্ষেত্রে, তার ছুটি নাই।
একবার ভাবেন। ১৯৫৪ সালে এক আধুনিক শিক্ষিত বাঙালী নারী, তিনটা বাচ্চা কোলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে। যখন এই দেশে নারীদের জন্য কিছুই সহজ ছিলো না। প্রগতীকে দেখা হত নিষিদ্ধ চোখে। সমাজের ব্যাকা চোখ উপেক্ষা করে বদরুন্নেসা ছিনিয়ে আনলেন বিপুল ব্যবধানে বিজয়। নির্বাচিত হলেন প্রাদেশিক আইন সভার সদস্য।
এই সময় দেশের পরিস্থিতি উত্তাল হতে শুরু করে। কুষ্টিয়া মোহিনী মিলের শ্রমিকদের সাথে মিলিটারি সরকার বিরোধী আন্দোলনে একাত্বতা জানিয়ে একমাসের জন্য কারাবাস করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ।
বেগম বদরুন্নেসা এরপরে তিনবার নির্বাচিত হয়েছেন আইণসভার সদস্য। মৃত্যেুর দিন অবধি তিনি দায়ীত্ব পালণ করেছেণ নারী শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রীর দায়ীত্ব। তিনি স্বাধীন বাংলাদেশের দুইজন প্রথম নারী প্রতিমন্ত্রীর একজন।
১৯৬০ সালে বেগম বদরুন্নেসা লালমায়টিয়া মহিলা কলেজে সালে ভাইস প্রিন্সিপাল হিসাবে চাকুরী শুরু করন। ১৯৭৩ সালে প্রিন্সিপাল থাকাকালীন মন্ত্রীত্ব গ্রহণ করতে, লালমাটিয়া মহিলা কলেজের প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করেন।
ষাটের দশকের প্রথমার্ধে ধানমন্ডির ৩২ নাম্বার সড়কের ৬৭৮ নাম্বার বাড়িতে স্থায়ী আবাসন গড়েন নুরুউদ্দিন-বদরুন্নেসা দম্পত্তি। ৬৭৭ নাম্বার বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যিনি সেই সময়পুরাটাই পাকিস্তান সরকার নজরদাড়িতে থাকতেন। পাকিস্তান সরকারের নজর এরিয়ে বেগম বদরুন্নেসা ৬৭৮ নাম্বার বাড়িতে কখনো কখনো চা-পার্টির আড়ালে গোপন শলা পরামর্শ করতে সহ দেশের কেন্দ্রীয় নেতারা জড় হতেন। যেইসব মিটিং এ উপস্থিত থাকতেন স্বয়ং বঙ্গবন্ধু।
১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনকে ত্বরাণিত করতে, ও আন্দোলনে নারীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান 'বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ' অংশ চালু করেন। বেগম বদরুন্নেসা হন প্রতিষ্ঠাতা সভাপতি।
সেই সময় বেগম বদরুন্নেসা প্রতিষ্ঠা করেন গন সাংস্কৃতিক পরিষদ। যার উদ্দেশ্যে ছিল, ইয়াহিয়া খানের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ ও আন্দোলন গড়ে তোলা।
১৯৭১ সালে বেগম বদরুন্নেসা ভারতের শরনার্থী শিবিরে রামকৃষ্ণ মিশন ও সারদা সেবা সংঘের সহায়তাতে বাংলাদেশী রিফিউজি ক্যাম্পগুলাতে খাদ্য পৌছে দেওয়া। একই সাথে তার অন্যতম দায়িত্ব ছিল, বিভিন্ন রিফিউজি ক্যাম্পের তত্বাবধায়ন এবং তাজউদ্দিন আহমেদকে রিফিউজি ক্যাম্প সমূহের হালনাগাদ তথ্য রিপোর্ট করা। দেশ স্বাধীনের পরে বেগম বদরুন্নেসা প্রতিষ্ঠান করেন, Bangladesh Women's Rehabilitation and Welfare Centre ।যেখানে বিড়ঙ্গনাদের আশ্রয় দেওয়া হত।বেগম বদরুন্নেসার অধীনেই রাজতীতিতে আসেন, আইভি রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, সাহারা খাতুন সহ অসংখ্য নারী নেত্রী।
১৯৫৪ সাল থেকে রাজনীতি জড়িয়ে পরলেও স্বাধীনচেতা বেগম বদরুন্নেসা তার সংসার ধর্মত্যাগ করেন নি। দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনে সংসারে হাল তিনিই ধরে রেখেছিলেন। স্বামীর ব্যাস্ত অফিস জীবন, ঘনঘন বদলির চাকুরীর সাথে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শিক্ষকতা সমান তালে ধরে রেখেছিলে।নারীর রুপ হাজারটা। নারীর ক্ষেত্র হাজার। নারী সব ক্ষেত্রেই সফল। বেগম বদরুন্নেসা তার বলিষ্ঠ উদাহরন।
বেগম বদরুন্নেসা আজকের দিনে অর্থাৎ ২৫ শে মে ১৯৭৪ সালে ক্যান্সারে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বকসী বাজার মহিলা কলেজের নাম করন করেন, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ।
তার মৃত্যের ২৫ বছর পরে, ১৯৯৯ সালে বেগম বদরুন্নেসা আহমেদ অর্জন করেন দেশের সর্বচ্চ খেতাব স্বাধীনতা পুরুস্কার।
মানুষটা নাই। তার কাজগুলা থেকে গেছে। থেকে গেছে তার সম্পর্কগুলা, সন্তানগুলা। স্মৃতির বইয়ে ধুলা পড়ছে। আস্তে আস্তে বইয়ের পৃষ্ঠাগুলা মলীন হচ্ছে। একদিন হয়ত পৃষ্ঠাগুলা ছিড়ে যাবে। শুধু আমরাই পারি এই পৃষ্ঠাগুলাকে সযত্নে ধরে রাখতে। পুরাতন বইকে নতুনে রূপ দিতে।
অসংখ্যবার বেগম বদরুন্নেসা নিয়ে লিখতে গিয়েও লেখা হয়ে উঠেনি। আজকে হয়েছে তার মৃত্যু বার্ষিকীতে। অনেকের কাছেই বেগম বদরুন্নেসার ঝাপসা হয়ে আসা অতীতে তৃতীয় প্রজন্মের কালির দাগ।
তথ্য সূত্রঃ
১৷ জীবনের বনে বনে (নুরউদ্দিন আহমেদের জীবনী)।
২। বেগম বদরুন্নেসা আহমেদ উইকিপিডিয়া পেজ।
৩। বিভিন্ন পত্রিকার আর্টিক্যাল।
সংগৃহিতঃ
লেখক : প্রীতম আজীম (বেগম বদরুন্নেসা,প্রীতম আজীমের নানী অর্থাৎ মায়ের চাচী।
Md Monzur Hossain Esha ফেসবুক আই ডি থেকে
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেতানিয়াহুও গনহত্যার দায়ে ঘৃণিত নায়ক হিসাবেই ইতিহাসে স্থান করে নিবে

লিখেছেন ঢাকার লোক, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:৩৮

গত উইকেন্ডে খোদ ইজরাইলে হাজার হাজার ইজরাইলি জনতা নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।
দেখুন, https://www.youtube.com/shorts/HlFc6IxFeRA
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে নেতানিয়াহুর এই হত্যাযজ্ঞ ইজরায়েলকে কতটা নিরাপদ করবে জনসাধারণ আজ সন্দিহান। বরং এতে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

×