#বাংলাদেশ !!!
☞ এখানে বিলগেটস তৈরী হয় না কারন এখানে ৫০হাজর ছাত্রছাত্রীকে ভর্তি পরীক্ষার সুযোগ দিয়ে ৪৯হাজার কে লাথি মেরে বের করে দেয়া হয়।
☞ এখানে আইনস্টাইন তৈরী হয় না কারণ এখানে নির্বাচনী সাফল্যের
জন্য A+ এর বন্যায় ভাসিয়ে হাজারও ছাত্র- ছাত্রীকে মিথ্যে কিছু স্বপ্ন দেখানো হয়।
☞ এখানে স্টিফেন হকিং তৈরী হয় না কারণ, এখানে JSC পরীক্ষার আগের
রাতে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়।
☞ এখানে নীল আর্মস্ট্রং তৈরী হয়না কারন এখানে ছাত্র- ছাত্রীরা টাকার জন্য ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ে।
☞ এখানে আব্রাহাম লিঙ্কন তৈরী হয় না কারন, এখানকার সমাজ একবার
ব্যার্থদের নতুন করে ভাবতে শেখায় না।
☞ এখানে মাইকেল ফেলপস তৈরী হয় না কারণ,এখানে বাবা -মা রা তাদের অপূর্ণ স্বপ্ন গুলোকে তাদের সন্তানদের ঘাড়ে চাপিয়ে দেয়।
☞ এখানে চার্লস ব্যাবেজ তৈরী হয়না কারণ,এখানে বিসিএস এর
ন্যায্য ফলাফলের জন্য ছাত্রদের রাস্তায় নেমে গাড়ি ভাংতে হয়।
☞ এখানে আহমেদিনেযাদ তৈরী হয় না কারণ,এখানে নেতা হতে হলে ভার্সিটি ক্যাম্পাসে পিস্তল দিয়ে গুলি করতে হয়।
- সংগ্রহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



