অদ্ভুতভাবে আমরা অনেক জ্ঞানীগুণী লেখক মানুষকে এড়িয়ে যাই। যার কারনে তাদের মত লেখকদের কে আমাদের সামনাসামনি দেখার সুযোগ হয় না বা আমরা তাদের খোঁজও পাই না তেমনি একজন বহুমুখী প্রতিবার লেখক হলেন মুহাম্মদ রাগিব নিযাম।
দীর্ঘ এক যুগ ধরে লেখালেখি করছেন মৌলিক সাহিত্য ধারায়। বাংলাদেশের অতিমানবেরা নামে একটি সুপারহিরো সিরিজ শুরু করেছেন আজ থেকে ১১ বছর আগে। এটি বাংলাদেশের মৌলিক সাহিত্যের প্রথম সুপারহিরো বা অতিমানব ইউনিভার্স নামে পরিচিত। তবে এই মুহূর্তে তিনি থ্রিলারের সব জনরায় সব ধরনের গল্প,উপন্যাস গল্প সিরিজ, ইভেন্ট-সবকিছুতেই তিনি পদচরণে মূখর হয়ে উঠেছেন।
তার বিষয়ে বেশ চমকপ্রদ কিছু কথা না বললেই না। ২০২১ সালে ছোট্ট একটি বই, 'দ্য মিয়ানমার পোস্ট' নামে বইটির একটা রিভিউ দিয়েছিলাম আমি। এই বইয়েরই লেখক মুহাম্মদ রাগিব নিযাম।
অবাক হবেন ২০২৩ সালে তার একটা বই বেরিয়েছিল যেটা নিয়ে আমি কখনো ঘাটাঘাটি করিনি। আমি জানতামই না যে তার এই বইটি বেরিয়েছে। আবার এই বইটার নামই "বাংলাদেশের অতিমানবেরা"। ১৯৬ পৃষ্ঠার, ৪৮০ টাকায় স্বরে-অ প্রকাশনী থেকে বেরিয়েছিলো এটি।
এবার দেখলাম মেলায় বড় সুন্দর মলাটে এসেছে বইটি। দাম বেশি হওয়ায় কিনতে পারিনি। তবে রকমারি থেকে কিনে নিব।২০২৩ পার করে এবছর রেকর্ডের পর রেকর্ড তিনি করে যাচ্ছেন। ২০২৪ সালে নৃ প্রকাশন থেকে তিনি বই বের করেছেন এবার "এক ডজন ভয়"। হরর এই বইটিতে ১২ টি বা এক ডজন ভৌতিক গল্পের সমন্বয়ে ঘটিয়েছেন তিনি শহুরে ও গ্রাম্য স্বাদে। সমানুপাতে একটি হাই ফ্যান্টাসি জনারের বইও বের হয়ে যাওয়ার কথা যার নাম ওয়ারনিয়া। জানা গেছে এটি চট্টগ্রামের বিখ্যাত একটি প্রকাশনী থেকে বের হতে যাচ্ছে।
শুধু এটাও বাকি নয়। স্বরে অ প্রকাশনীতে তার দ্বিতীয় বই আন্তজাগতিক মাহেন্দ্রক্ষণ বের হওয়ার সম্ভাবনা আছে। সমানতালে লিখে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় ই-বুক প্লাটফর্ম বইঘর,বইটই থেকে।
লেখকের জন্য অশেষ শুভকামনা রইল।