somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুমন দত্ত নামের এক হিন্দু মৌলবাদীকে পেয়েছিলাম Anjon Roy এর Facebook খাতায়/ তাকে আমার ভারতীয় এজেন্ট হিসেবে সন্দেহ হচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুমন দত্ত নামের এক হিন্দু মৌলবাদীকে পেয়েছিলাম Anjon Roy এর Facebook খাতায় (Anjon Royএকুশে টিভি'তে প্রচারিত দেশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে সরাসরি টক শো 'একুশের রাত' এর উপস্থাপক) । সে খাতায় Anjon Roy প্রায়শই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে status দেয়, আলোচনা-সমালোচনা করে, উত্তর-প্রতিউত্তর করে। সে খাতায় সুমন দত্ত বুঝে না বুঝেই Anjon Roy বা অন্য কেউ যখন কোন comment করে তখন মৌলবাদী সুমন নানান কায়দায়, নানান জঙ্গি ভঙ্গিতে তার প্রতিজবাব দিতে চায়, দেয়। আমি এক সময় এ মৌলবাদীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ি। স্বভাব মতোই সে আমাকে কু-রুচিপূর্ণ, মূর্খ, মূঢ় ভাবে কথা বলতে থাকে। এ সুমনের শ্রেণীচরিত্র হচ্ছে বুর্জোয়া মতাদর্শিক আবস্থান থেকে শ্রমিকশ্রেণীর রাজনৈতিক আবস্থানকে ও সে মতাদর্শের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ মানুষকে না বুঝে খাটো চোখে দেখা, হেয় প্রতিপন্ন করা। আমি অবশেষে টের পেলাম এ বলদের পড়াশোনা তথা ইতিহাস বোধ বাস্তব বির্বজিত, সুবিধাবাদী হয়ে শাসক-শোসককে একমাত্র জ্ঞান করা। এ রকম অসংখ্য বালকের-বৃদ্ধের দেখা আমি সাধারণত পেয়ে থাকি, কিন্তু সুমনরে মতো কুলাঙ্গার ছেলের সঙ্গে কথা-তর্ক করে অখুশিতো দূরের বিষয় রিতিমত নাখোশ হয়েছি। যাক সে সব, কিন্তু আশ্চার্যের দিক হলো এ সমুন বাংলাদেশের ছেলে নয়, ভারতীয়। আপনার তার Info খুব দ্রুত দেখে আসুন, না হয় যে কোন সময় বদলে ফেলতে পারে( Sex: Male; Birthday: May 8, 1976; Hometown: Dhaka, India), এছাড়া আর কোন তথ্য সে দেয় নি। তাকে আমার ভারতীয় এজেন্ট হিসেবে সন্দেহ হচ্ছে।

নিছে তার খাচিলতের সামান্য পরিমান তুলে ধরা হলো। প্রয়োজনে কৌতুহল মিটাতে Anjon Roy এর Facebook ঠিকানায় ঢু মারুন।
------------------------------------------------------------------------

Sumon Dutta
আজকাল বাংলাদেশের দেশের মৌলবাদী পত্রিকা গুলো অরন্ধতী রায়ের মন্তব্য কোট করে।
Yesterday at 7:05am

Jishu Mohammad
মৌলবাদী- এ শব্দে আওয়ামী, বিএনপি, জামাত, জাতীয় পার্টিসহ হিন্দু মৌলবাদ, ইসলামী মৌলবাদ, সাথে হাস্যকর, নষ্ট, মিইয়ে যাওয়া, লুটেরাদের সাথে উঠবস করা সেই সব বামপন্থীদেরও বোঝায়।
আর আজকাল বাংলাদেশের দেশের মৌলবাদী পত্রিকা গুলো অরন্ধতী রায়ের মন্তব্য কোড করছে তাতে কি অরন্ধতীর চিন্তা-চেতনা ঠুনকো হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে? কি বোঝাতে চেয়েছেন পরিষ্কার করুন হে...।
Yesterday at 3:44pm •

Mohammad Arifuzzaman
mohatta jeshu, name r sobder bechare dhormo othobo ohdhormer fherek khujte keno jaschen bai.
tar theke ei valo
karkhanar sromikder dike takan ora onek shoja kore bole `ei betone r cholse na.'
11 hours ago


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Anjan Roy , age manush Dhormo khato, kintu akhon Dhormo manush k khasse.
Sun at 11:23pm
Shaherin Arafat and 7 others like this.

Chinmoy Das
anjon religion was the out product of ignorance of the prehistoric human beings but still today it is a very useful instrument for the ruling classes through out the world. to eliminate it impacts from the brains of human beings it required a constant and long term cultural revulation as started by 'comrade mao in red china'.
Mon at 1:35am

Mojibur Doftori
In your line of thoughts logic, reason and growth of individual thoughts are important in saving people being eaten up by religion. I believe that religion, philosophy and science hand-in-hand can lead human species to progress.
Mon at 1:55am

Sumon Dutta
ধর্মের জন্য জীবন। আর আপনি এর উল্টা টাও বিশ্বাস করতে পারেন। আর এ প্রশ্নটা করার আগে আপনি ধর্মের সংজ্ঞাটা আগে দিয়ে তারপর এ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করেন।
Mon at 6:44pm

Anjan Roy
Je dhormo manush k khun korte utasaho dei- tar ki dorkar ache?
Yesterday at 2:53am

Sumon Dutta
জিহাদের জন্য দরকার আছে। ইসলাম কায়েম করার জন্য দরকার আছে।
Yesterday at 7:02am

Chinmoy Das
amjanoterprocholito dhormer darker nai kono din chelou na.
Yesterday at 7:18am

Sumon Dutta
বামপন্থী ও জামাত পন্থী তারা ভাই ভাই
উপমহাদেশের ইসলামপন্থী (জামাত)ও বামপন্থীদের রাজনীতি করার কৌশল এক। জন্মলগ্ন থেকেই উভয় পন্থীরা ওই রাজনৈতিক কৌশল বজায় রেখেছে। যার ফলে তাদের ইতিহাস এক হয়ে যাচ্ছে। কিঞ্চিত পরিমাণ পার্থক্য ঘটেনি তাদের এ রাজনীতিতে। ধার করে আনা বিদেশী মতবাদ উপমহাদেশের জনগণের মাঝে রাখতে পারেনি কোনো বিশেষ আবেদন(নৈরাজ্য ছাড়া) ফলে ইসলাম-বাম ... See Moreঘরানার রাজনীতি নিক্ষিপ্ত হয়েছে আঁস্তাকুড়ে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ দুধারার রাজনীতির মিল আরো বেশি খুঁজে পাওয়া যায়।যেকায়দায় কাফেরদের (অবিশ্বাসী,মূর্তিপূজক,মানুষের সৃষ্টি ইত্যাদির) ওপর দোষারোপ করে ইসলামপন্থীরা তাদের কর্মী বাহিনীদের মধ্যে ইসলামি বিপ্লবের স্বপ্ন জাগায় ঠিক একই কায়দায় মার্কিন সাম্রাজ্যবাদ ও পুজিবাদের ভূতের ওপর সকল দোষ আরোপ করে বাম-পন্থীরা তাদের লাল বাহিনীকে সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে ধাবিত করে। দারিদ্রকে পুঁজি করে উপমাহাদেশে নকশাল-মাওবাদীরা যেভাবে গ্রাম গঞ্জে জঙ্গী ঘাতক বাহিনী তৈরি করে ঠিক একই কায়দায় গড়ে ওঠেছে জেএমবি ও তার সমমনা দুর্ধর্ষ জঙ্গী সংগঠন গুলো এ বাংলার মাটিতে। অতীত ইতিহাসের দিকে নজর দিলে দেখা যাবে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের তৎকালীন সময়ে বামপন্থীদের এক ঠ্যং (তথা চীনা-পন্থী মাওবাদীদের)ছিল পাকিস্তানের দিকে আরেক ঠ্যাং ছিল মস্কো-পন্থীদের তথা ভারতের দিকে। ঠিক যেমনটি ছিল দেশ বিভাজনের সময় উপমাহাদেশের ইসলাম পন্থিদের রাজনীতিতে। তখন ইসলামপন্থীদের একটি অংশ ব্রিটিশদের ক্রীড়ানক হয়ে দেশ বিভাগের বিরোধীতা তথা পাকিস্তান সৃষ্টির বিরোধীতা করে। ভারতের ভিতরই একটি ইসলামিক রাষ্ট্রের প্রস্তাব করে তারা স্বদেশী আন্দোলনের তীব্র বিরোধিতা করে। ঠিক একই কায়দায় তৎকালীন সময়ে ভারতের বাম রা মহাত্মা গান্ধির অহিংসা আন্দোলনের তীব্র সমালোচনা ও এর বিরোধিতা করে। বামরা কলকাতার পথ ঘাট গান্ধির ব্যঙ্গাত্বক পোস্টার ছেপে ছেয়ে ফেলে। ঠিক একইভাবে এদেশে ৭১ এর আগে ও পরে বঙ্গবন্ধুর সমালোচনা করে ইসলাম ও বাম পন্থি রাজনীতিবিদরা। ইসলাম পন্থিরা তো এক ধাপ এগিয়ে পাকিস্তানকে সমর্থন করে বসে থাকে। আর বামদের আরেকটি গোষ্ঠী চীনারা বঙ্গবন্ধুর হত্যার দিনকে স্বীকৃতি দিয়ে ইসলাম পন্থিদের সাথে কোলাকুলি করে। তাই আজ জামাতিদের সাথে গলা মিলিয়ে বামরা যখন বর্তমান সরকারের বিরোধিতা করে সমালোচনা করে এতে আমি অবাক হই না।কারণ ইসলামপন্থী বামপন্থীরা আবহমানকাল থেকে একই গোত্রের একই ধারার রাজনীতি করে আসছে।
Yesterday at 8:28am

Jishu Mohammad
ছিঃ কি কূৎসিত কথা!!!
"ধর্মের জন্য জীবন। আর আপনি এর উল্টা টাও বিশ্বাস করতে পারেন (অথাৎ জীবনের জন্য ধর্ম)।" বলেছেন সুমন দত্ত। যারা আরামের জীবনে থাকে তারাই এমন কথা বলে।কৌশলে আফিম খাওয়াতে চায়।


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Chinmoy Das
Anjon are a fan of politically confused sumon kabir?
Sun at 6:21am

Anjan Roy
ami Sumaner lorai k sroddha kori
Sun at 8:38am

Mohammad Arifuzzaman
বিষয়টা দেখা দরকতার সামগ্রিকভাবে।
সিপিএম-এর হামুর্দ বাহীনির বিরুদ্ধে মহাতর ছত্রধরের জনগণের কমিটি যে লড়াই করে লালগড়ে নজির তৈরী করেছে তা ভারতের সাম্প্রতিক ইতিহাসে একটি নতুন সংযোজন। তৃণমূল কংগেস একটি আধা সামন্তিয় মূল্যবোধ তাড়িত সংগঠন। কিন্তু মার্কসের নামে এসব কি হচ্ছে কলকাতায়? মার্কসবাদীরা (সিপিএম) নন্দিগ্রাম, সিঙ্গুড়ে যা করছে তা কি কোনো জনগণের সরকার করতে পারে। সুমনের ব্যক্তিগত জীবনের সাথে বিরোধ থাকতে পারে, তবে জনগণের প্রতি তার এই সম্মাণবোধকে আমিো অর্জন দার মত শ্রদ্ধা করি।
Sun at 9:17pm

Mir Mosharrof Hossain
@ arifuzzaman...apni ki janen sumon ekhon trinomil congress o chedechen.........
Sun at 10:20pm

Mohammad Arifuzzaman
TMC charar moddhe asen eta jani. thik kobe cherese sehta bolte parbo na.
Sun at 11:32pm

Sumon Dutta
এর নাম তো কবির সুমন। শুয়র টারে দেখলে লাথি মারতে মন চায়। নিউজ ফিডে এই হারামজাদার ছবি যদি দিতে থাকেন । তাহলে বাধ্য হব আপনাকে বন্ধু তালিকা থেকে বাদ দিতে।
Mon at 9:13am

Mir Mosharrof Hossain
@sumon .......apni eto khipto ken bhai?
Mon at 9:28am

Jishu Mohammad
হাউকাউ করে লাভ নাই। কাজে যে ভূল হয় না/হবে না এমন কেউ নাই।
সুমন নিজেকে শুধরাতে জানে, তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করে, সমালোচনা মুখর হয়, তৃণমূলকে ত্যাগ করতে জানে, লালগড়ের মাওবাদীদের আন্দোনের পক্ষে দাঁড়ায়, সিপিএম-এর হামুর্দ সন্ত্রাসী বাহীনির বিরোদ্ধে জনগণের নেতা মহাতর ছত্রধরকে নিয়ে 'ছত্রধরের গান' নামে অ্যালবাম বের করে, সক্ষম দ্রোহের গানে গানে সাম্যের কথ... See Moreা বলতে, এখনো দৃঢ় কন্ঠে উচ্চারন করে "আমার গান কারো সঙ্গে আপস করে না", এখনো সাহসী দাবী করে "মাওবাদ ও মার্কসবাদে আমার বিশাস অটুট"। জনগণের সাথে থেকে এমন রাজনৈতিক সক্রিয়তা আমাদের কয়জনের আছে???
Mon at 12:45pm •

Sumon Dutta
যীশু আবার মহম্মদ।কৃষ্ণ,গৌতম,নানক মনে হয় বাদ গেছে। এগুলো জোরা লাগালে আপনি হয়ে যাবেন চ্যাম্পিয়ান ছেকুলার। মানুষ কোন সুমন কে ভোট দিয়েছে সেটা আমি বলতে পারবো না। একজন নারী নির্যাতন কারী ব্যক্তিকে আমি কখনই ভাল মানুষ মনে করতে পারি না। আবার পুরুষ নির্যাতনকারী নারীকেও আমি ভাল চরিত্রের নারী বলত পারি না। দেশের একজন নেতা বিনোদনের সামগ্রী হতে পারে না। তার ব্যক্... See Moreতি জীবন যদি ভাল না হয় সে নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কারণ মানুষ তার সবকিছুকেই অনুসরন করে। সুমনকে ভাল যদি বলি তবে আমার দেশের এরশাদ কে কেন লম্পট নারীলোলুপ বলি।
Mon at 6:17pm

Jishu Mohammad
এক এক করে সুমনের অপরাধ জানাও।
আর তুমি ভাই বড় হিন্দু। নাম দিয়া সেক্যুলার হয়া যায় এটাতো জানতাম না। তোমাদের মতো কূট/গোঁ চিন্তার মানুষের গোমর ধরার জন্যি এ নাম রাখা হইছে।
Yesterday at 1:51am •
Sumon Dutta

জায়গা মত লাগছে।
Yesterday at 7:00am

Jishu Mohammad
সব নাম লাগাইলে কি দেবতা হইয়া যাব? পৈতা বেঁধে কামড়াকামড়িটাই ভালো জানো। ঠিক আছে।
Yesterday at 4:04pm •

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Abdul Mannan polash
Anjan Da Kamon Aso. Valo Basa Roelo
February 13 at 9:32am

Sumon Dutta
কি রকম ভালবাসা জানাইলেন বুঝবার পারলাম না। এতই যখন অঞ্জন দার জন্য দরদ । দুই কলম বেশি কি লেখা যেত না। যতসব ফাউল লোকের মন্তব্য।
Mon at 6:28pm

Jishu Mohammad
sumon এর খাচিলত ভালো না। না জেনে না বুঝে কথা বলে।
Yesterday at 2:53am •

Sumon Dutta
নিজের নাম দিছে যীশু ও মহম্মদ। ধর্মের চরিত্র থেকে ধার করে আনা নাম নিয়ে ফেস বুকে কমেন্ট মারে আবার প্রোফাইলে নিজেরে নাস্তিক দাবী করে। এরকম ভণ্ডরাই কার্ল মার্কস এর ভক্ত। সাম্রায্য বাদী ও বুর্জোয়া দেশের সঙ্গীত শিল্পি তার পছন্দ। হা হা হা।
Yesterday at 7:28am

Sumon Dutta
কাবেরী আপনার নামের পদবী টা দেখে একটা প্রবাদের কথা মনে পড়ে গেল। গাইতে গাইতে গায়েন আর বাজতে বাজতে বায়েন।
আমি নিজেও কিছুদিন মিডিয়াতে কাজ করেছি। এখন আর ভাল লাগে না।
আপনার প্রোফাইলে পার্সোনাল ইনফরমেশনে গিয়ে দেখলাম। আপনি নিজেকে বোকা সোকা বলে উল্লেখ করেছেন। আসলে আপনি বোকা না । আমি না জেনেই বলি। আপনি একটা ভীতুর ডিম। আপনারে দিয়া কিছু হবে না।
Mon at 6:50pm

Jishu Mohammad
না জেনেই বলা তোমার মূল খাচিলত।
Yesterday at 2:46am •

Kaberi Gayen
@Sumon Datta, aapni gyani...aamake na dekhei thik thik jene felechhen. Amake diye KISSSSSU hobe na, aasolei. Bhalo thakben.
Yesterday at 5:15am

Anjan Roy
Kaberi, ki hobe ba na hobe k jane?
Yesterday at 5:17am

Kaberi Gayen
@Anjan, eto shudhu Sumon Datta-ke lekha, aamar ki hobe na hone ta niye aar kobe vebechhi?
Yesterday at 5:20am

Anjan Roy
Kaberi, ami o to tai bolte chi.
Yesterday at 5:21am

Kaberi Gayen
@Anjan, keu keu janen, jemon Sumon Datta janen aamar somporke...cheers! I enjoyed his comment.
Yesterday at 5:21am

Anjan Roy
ha ha ha ha, jotisi bidda to kom lokei jane- cholen amrt take haat hakhai.
Yesterday at 5:23am

Sumon Dutta
আচ্ছা অঞ্জন বাবু যীশু আমার পিছে লেগেছে কেন? আমি যাকে কমেন্ট করি সে উত্তর দেয়ার আগে যীশু আমাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। বসতির পোলাপানদের মধ্য এ চরিত্র দেখা যায়।
Yesterday at 7:33am

Anjan Roy
Jishu bodh hoi Krisna ke mane nite parche na. ha ha ha ha
Yesterday at 7:35am

Jishu Mohammad
না , কৃষ্ণ নয়। অঞ্জন দা আমি টার জানা-বোঝা নিয়া বিরক্ত।
Yesterday at 2:16pm •

Jishu Mohammad
অঞ্জন দা, বসতির পোলাপান কথাটার মধ্যে তার শ্রেণী দৃষ্টিভঙ্গি যুতসই বোঝা যায়। তুমি এটা ধরতে ব্যথ হয়েছ।
Yesterday at 2:26pm •


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Anjan Roy
ami amar sohor Pabna gea goto 7 tarikh amar Baba r sriti stomve sroddha janate pari nai. Je rastro sohid poribarer somppod dokhole modod dei seita ki amar BANGLADESH?
February 11 at 1:37pm

Kolpon Chakma
...aasole bondu bangladeshta aamaderi kintu seta holo bedonar bangladesh...
February 11 at 1:41pm

Subrata Kumar Das
Sudhu sohid poribar keno, onyo je karo sompod lunthonei ki amar priyo desh tir odhinayokera modod den na?
Anjan babu, apnar bedonar sathe ekatotta janai.
February 11 at 5:57pm

Shaherin Arafat
জ্বী, এ আমাদের বাংলাদেশ। কারণ, শুধু এদেশেই দেশপ্রেমিকদের পাগল ভাবা হয়। আর বুর্জোয়া সমাজ পদদলিত করে চলে তাদের।।
আমাদের ক্ষেত্রেও এমন এক ঘটনা ঘটেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, ঐখানে আমাদের কেনা সম্পত্তি বর্তমান এম.পি-এর প্রশ্রয়ে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারা লুন্ঠিত হয়েছে।।
তাই আমি জানি, বাংলাদেশেই কেবল তা সম্ভব।।
তবে এই বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা আমি মানি না, কখনো মানবো না।।
আর কিছু না থাকুক আমার, অন্ততঃ ধিক্কার তো জানাতে পারি!!!
February 12 at 5:33am

Sumon Dutta
আরাফাত মিয়া জন্য,
বুর্জোয়া সম্বন্ধে না বুঝেই ডায়লগ মারেন। এসব কমি টার্ম এখন সেকেলে হয়ে গেছে। জোর যার মুল্লুক তার।প্রতিযোগিতায় টিকতে না পারলে থাকেন না হলে এখন থেকে ফুটেন। জামাত -কমিউনিস্ট উপমহাদেশের জন্য একটি অভিশাপ। আজ পর্যন্ত পৃথিবীতে কমিউনিস্টরা কি দিতে পেরেছে? বাংলাদেশে জামাতের রগ কাটার মত গলা কাটা রাজনীতি ছাড়া আর কি ঐতিহ্য আছে কমিউনিস্ট দের। চরমপন্থী ও লুটপাট করীদের জন্ম দেয়া ছাড়া আর কি দিতে পেরেছে কমিউনিস্ট।
Mon at 6:06pm

Shaherin Arafat
সুমন মিয়ার জন্য--
আপনার কথা যা মনে হয়েছে তা হল, আপনাদের মত বুর্জোয়া, মানুষের রক্ত চোষা মানুষেরা ত্যাগী কম্যুনিস্টদের সম্পর্কে এমন মন্তব্যই করবেন, এটাই সাভাবিক।।
আরো একটা কথা মনে হয়েছে আপনার কমেন্ট থেকে, আপনার কম্যুনিজম সম্পর্কে কোন ধারনাই নাই, আর যার যে বিষয়ে কোন ধারনা নাই সে বিষয়ে কমেন্ট করা উচিৎ নয়। সম্ভব হলে কম্যুনজম নিয়ে পড়েন, তারপর কথা বলতে আসেন, তা হলে ফুটেন।।
Yesterday at 1:44am

Jishu Mohammad
এ বেটা আওয়ামী লীগ করে। কম্যুনিজম সম্পর্কে কোন ধারনাই নাই। ইতিহাস জ্ঞান নাই।
Yesterday at 2:44am •

Jishu Mohammad
sumon এর না জেনেই বলা মূল খাচিলত।
Yesterday at 2:51am •

Sumon Dutta
ঘরে কয়টা লাল বই আর গেঞ্জিতে চেয়ে গুয়েভারা ছবি সেটে কমিউনিজম বোঝা যায় না। কি বুঝি না বুঝি তোদের দীক্ষা গুরুরে পাশে নিয়ে বসে কমিউনিস্ট সম্পর্কে আলোচনা করতে আসিও। আগেই তো বললাম বুর্জোয়া বলতে কি বোঝ সেটার উত্তর দাও। উত্তর না দিয়া আমি নৌকা না কাস্তে এসব বিচার করা নিবোধের পরিচায়ক।
Yesterday at 7:43am

Shaherin Arafat
তোমাদের মত যারা না বুঝে আওয়ামী চাটুকারীতে লিপ্ত তারা কি বুঝবে কম্যুনিজম???
আয়নার সামনে গিয়ে দাড়াইয়া দেখো, কি দেখা যায়??? হ্যাঁ, সেটাই বুর্জোয়া।।
Yesterday at 10:09am

Jishu Mohammad
ওহে সুমন,
বুর্জোয়া বলতে আধুনিক পুঁজিপতি শ্রেণী বোঝায়, যারা সামাজিক উৎপাদনের উপায়গুলির মালিক এবং মজুরি-শ্রমের নিয়োগ কর্তা। (আর) সর্বহারা হলো আজকালকার মজুরি-শ্রমিকেরা, উৎপাদনের উপায় নিজের হাতে না থাকার দরুণ যারা বেঁচে থাকার জন্য স্বীয় শ্রমশক্তি বেচতে বাধ্য হয়।/...(আর) আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস শ্রেণী-সংগ্রামর ইতিহাস।/... সামন্ত ... See Moreসমাজের ধ্বংশাবশেষ থেকে আধুনিক যে বুর্জোয়া সমাজ জন্ম নিয়েছে তার মধ্যে শ্রেনীবিরোধ শেষ হয়ে যায়নি। এ সমাজ শুধু প্রতিষ্ঠা করেছে নতুন শ্রেণী, অত্যাচারের নতুন অবস্থা, পুরাতনের বদলে সংগ্রামের নতুন ধরণ।"- ছিঃ সুমন, মার্কসবাদের এ প্রাথমিক জ্ঞানগম্যিও নাগালে নাই(তুমি যা জানতে চাইলা তারও একটু বেশী দিলাম, এ জন্যি দুখ্খিত)। অথচ বেশ হম্বিতম্বি কর। আসলে রাজনীতির বাতাস কানে গেলে না বোঝা যে কারই রাজনীতি নিয়া বুর্জগ সাজতে ইচ্ছা করে। এধরনের মুন্সি-পুরোহিতের সমাজে যেমন কদর আছে তেমনি বেইজ্জতি হওয়ার উদাহরণও আছে। আপন মতামত ও লক্ষ্য গোপন রাখতে কমিউনিস্টরা ঘৃণা বোধ করে। তাই তর সইতে পারলাম না বলে, সুমনকে নিম্নে কিছু খোরাক দিলাম।
Yesterday at 2:58pm •

Jishu Mohammad
Facebook'এ বসে শ্রেণী-রাজনীতির লগে টক্কর দিয়া সুমন একটু বিনোদন নিতে চায় । ওরে.... Facebook... See More কি তত্ত্ব কপচানোর জায়গারে ? সুমন তুমি একদিন মেথর পট্টি, বেশ্যা পাড়া, হিজড়া টোলা, বস্তি, গার্মেন্টস, গরিব চাষাদের, মুঁটে-মজুরের, মালিক শ্রেনীর যেকোন কারখানায় গিয়া শ্রমিকদের বল যে- 'জোর যার মুল্লুক তার। প্রতিযোগিতায় টিকতে পারলে থাকেন না হলে এখন থেকে ফুটেন।' তাইলে বুঝবা দশাটা কি হয়্, কি অভিশাপ নিয়া জন্মাইলা। আগে হোক পরে হোক সময়মতো তোমার গালে ও ঘাঁড়ে কিল-থাপ্পড় পড়বই। তোমার চিন্তার জগতটা বেশ প্রভুশ্রেণী দ্বারা আক্রান্ত, কি জানি হয়ত তুমি নিজেই প্রভু সেজে বসে আছ। তোমার এহেন চিন্তার উপনিবেশিক অবস্থা দেখিয়া মনে বড় দুক পাইলাম। জিদ করিও না বাছা, থিতু হইয়া একটু আধখেঁচড়া স্বাভবটারে ঘুটা দাও, ঝিম মারিয়া বুঝ নেয়ার চেষ্টা কর। মুন্সিগিরি করিলে মুস্কিলে আছান মিলিবেনা।
শোন, তথাকথিত 1st ওয়ার্ল্ডের আধিপত্য, আঞ্চলিক রাষ্ট্রের প্রভাব, সাম্রাজ্যবাদী, বহুজাতিক পুঁজির ন্যাংটামো সম্পর্ক তথা বৈশ্বিক রাজনীতি সম্পর্কেও তোমার যে যথাযথ ধারনা নাই তা সহজেই টের করা যায়, কি ছাতামাতা এ আঞ্চলের বাম রাজনীতির ইতিহাস বুঝাইবো, সফলতার-ব্যর্থতার কথা বলিব। প্রচার-প্রপাগান্ডায় ক্ষমতাধারীরা যা বোঝায়, বিশ্লেষণ করে তাতে সম্পূর্ণই আড়াল-আবডাল, ছিনালিপনা থাকে। তুমি সেই খয়রাতি চিন্তা-ভাবনার ছাঁচে আটকা আছ। আদতে বুর্জোয়া ক্ষমতাকাঠামোয় বুর্জোয়ারা যেই হারুক আর জিতুক দু'ইয়ে কার্যত দারিদ্র/ শোষণ পুনরৎপাদনের ব্যবস্থাকেই পাকাপোক্ত করে(হাকিম নড়ে, হুকুম নড়েনা)। জাতীয় সম্পদ, অর্থনীতি, সংস্কৃতি, জনজীবন-যাপন দখল ও লুন্ঠনে একচেটিয়া পুঁজি ও সাম্রজ্যবাদী দেশ ও সংস্থার কাছে নত হয়ে থেকে লৈঙ্গিক, জাতিগত, শ্রেনীগত বৈষম্যকে স্থায়ী করে। অথচ দারিদ্য বিমোচন, বৈষম্য নিরসন, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস দমন, জঙ্গি দমন তথা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন অছিলার নামাবলি গায়ে ধারণ করে রীতিমত জনগণের সাথে ভেকবাজীই করে। লুটেরা আর কিইবা করতে পারে। তাই বলে কি বুর্জোয়া রাজনীতির মাঠে যারা নর্তন-কুর্দন করে তাদের আলোচনা-সমালোচনা জনগণ করতে পারে না কিংবা পারবে না? অবশ্যই পারে এবং করেও। হাঁটে-মাঠে-ঘাটে, দোকানে-পাটে, ক্ষেতে-জঙ্গলে গিয়া শিগগিরি চিন্তার দারিদ্র্যতা কমাও, ওহে সুমন নইলে টগবগে বিপ্লবীদের সামনে বেশ বেকায়দায় পড়বা, বুকে থুতু ছিটানেরও ওজর মিলবেনা। ইসলামী জঙ্গি, জামাত-বিএনপি জঙ্গি, আওয়ামী জঙ্গি ও তার পচাঁবামেরা (আকৃতিগত ভাবে বাম কিন্তু সারবস্তুগত ভাবে ডান সেই সব বামপন্থীরা যারা লাল পতাকা নেড়ে আসলে লাল পতাকার বিরোধীতাই করে তাদের সম্পর্কে আমাদের হুঁশিয়ার থাকা প্রয়োজন) সকলেই শ্রমিক-মেহনতীর নাকচের খাতায় নাম লিখাইতে যাচ্ছে, টের পাওয়ার ইন্দ্রিয়ানুভব তোমার আছে এ আশায় এসব বলিলাম। আশারাখি বাঁশের চেয়ে কনচি শক্ত এমন গোঁ ধরে থাকার ছেলেমি আর করিবা না(যদিও বুর্জোয়ারা সহজেই স্বর্গ হারানোর ভয়ে দশগুণ আক্রোশ বাড়িয়ে দেয়, কী সীমাহীন মূঢ়তা, কী অতলস্পর্শী অজ্ঞতা এদের)।
আপেক্ষায় থাক তোমার সাথে উপমহাদেশের বাম আন্দোলন নিয়ে বিস্তর কথা বলবো। বলবো ইসলামী ধারার জিহাদ আর মার্কসবাদী ধারার বিপ্লবরে ভেদজ্ঞান নিয়ে। ভাল থাকো, সুস্থ থাকো।
Yesterday at 2:58pm •

Sumon Dutta
যারা সারাদিন ফেসবুকে পড়ে থাকে তারাই বুর্জোয়া। যারা কাজে ফাকি দেয় তারাই বুর্জোয়। যে শ্রমিক তার মালিককে ঠকায় সে বুর্জোয়া। মালিক যদি শ্রমিক কে কলুর বলদের মত খাটায় কিন্তু শ্রমের মুল্য না দেয় সে বুর্জোয়। সোজা কথায় যে খানে কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে শোষণ করে সেই বুর্জোয়া। এক গ্লাস পানি অথবা এক ঠোঙ্গা মুড়ি আনার জন্য যে অন্য সাহায্য নেয় অথচ সে নিজেই তা কর... See Moreতে পারত। কিন্তু সে পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যক্তিকে আদেশ দানের মাধ্যমে কাজ করিয়ে নেয় সেই হচ্ছে বুর্জোয়।
সময়মত কমেন্ট দিতে পারি নি কারণ কাজে ব্যস্ত ছিলাম। নিজের কাজ নিজে যে না করে সেই বুর্জোয়া।
আর শোন বড় দের সম্মান দিতে শেখ।
3 hours ago

Sumon Dutta
এবার বল মার্কসবাদ কি বা বলতে কি বুঝ? ব্যখ্যা সহ?প্রথম পরীক্ষায় কিন্তু লাডু মেরেছ।
3 hours ago

Jishu Mohammad
ছাগলটা বলে কি- ''যে শ্রমিক তার মালিককে ঠকায় সে বুর্জোয়া।''
তুমি যা বললে ওসব হচ্চে বুর্জোয়া শ্রেণী দ্ধারা প্রভাবিত (যা বুর্জোয়ারা কৌশলেও চাপিয়ে দেয়) অনান্য শ্রেণীর মানসিক গঠন, বুর্জোয়া মেন্টালেটি। যেমন তোমার বুর্জোয়া মেন্টালেটি বলেছিল 'জোর যার মুল্লুক তার। প্রতিযোগিতায় টিকতে পারলে থাকেন না হলে এখন থেকে ফুটেন।'- এ ধরণের কথা বুর্জোয়ারা ও তাদের লেজে লেজে থাকা সুবিদাবাদী খাটাশেরা বলে।

মনেকরার চেষ্টা কর- তোমাকে Arafat বলেছিল,
''আপনার কথা যা মনে হয়েছে তা হল, আপনাদের মত বুর্জোয়া, মানুষের রক্ত চোষা মানুষেরা ত্যাগী কম্যুনিস্টদের সম্পর্কে এমন মন্তব্যই করবেন, এটাই সাভাবিক। আরো একটা কথা মনে হয়েছে আপনার কমেন্ট থেকে, আপনার কম্যুনিজম সম্পর্কে কোন ধারনাই নাই, আর যার যে বিষয়ে কোন ধারনা নাই সে বিষয়ে কমেন্ট করা উচিৎ নয়। সম্ভব হলে কম্যুনজম নিয়ে পড়েন, তারপর কথা বলতে আসেন,...।
...তোমাদের মত যারা না বুঝে আওয়ামী চাটুকারীতে লিপ্ত তারা কি বুঝবে কম্যুনিজম???
আয়নার সামনে গিয়ে দাড়াইয়া দেখো, কি দেখা যায়??? হ্যাঁ, সেটাই বুর্জোয়া।।''

আহা, শেষমেশ তোমার সাথে কথা বলার, তক্কাতক্কি করার রূচিটাও হারালাম। তোমার পড়াশোনা অনেক খারাপ, পড়াশোনা কর। আর তুমি না, আমার পরীক্ষা নেয় শ্রমিক, আমি পরীক্ষা দেই শ্রমিকের কাছে।
আর শোন, কম্যুনিস্ট সেজে থাকার বিষয় নয়, কম্যুনিস্ট হয়ে উঠার বিষয়। আমি হয়ে উঠার চেষ্টা করছি। আমাদের সমাজে অনেক সেজে থাকে, তুমি অন্তত তা করার চেষ্টাটা কর। এ ব্যাপারে আমি তোমাকে সম্ভাবনা মনে করছি। কি জানি হয়ত সত্যিকারের বিপ্লবী হয়েও উঠতে পার।
------------------------------------------------------------------------
এখানেই শেষ নয়, কৌতুহল মিটাতে Anjon Roy এর Facebook ঠিকানায় ঢু মারুন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮


একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা

লিখেছেন মুনতাসির, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭


ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

×