
নানাবাড়িতে গেলাম প্রায় বছরতিনেক পর। অথচ কয়েক বছর আগেও ছুটির অপেক্ষায় থাকতাম নানাবাড়িতে যাবার জন্য। নানাভাই মারা যাবার পর থেকে নানাবাড়ি কেমন যেন আগের মত আর টানে না। তাছাড়া সময়েরও বড় অভাব।মাত্র একদিন ছিলাম নানাবাড়িতে। আগে নানাবাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে মধুমতি নদী ছিল। নানাবাড়িতে গেলেই বিকালবেলা নানার হাতধরে বেরিয়ে পড়তাম নদী দেখতে। ছোটবেলায় গোসলও করেছি নদীতে।নদীভাঙনের ফলশ্রুতিতে নদী এখন আর পায়ে হাঁটা দূরত্বে নেই।সময়স্বল্পতার কারণে তাই নদী দেখার ইচ্ছা চাপা পড়ে গিয়েছে।গ্রামটাও আর এখন আগের মত নেই।মাটির সেই পরিচিত গন্ধও এখন আর পাইনা।আবার জানিনা কবে যাওয়া হবে। ততদিনে হয়ত প্রিয় গ্রামটি তার চিরচেনা রূপটা হারাবে।
এই ছবিগুলো নানাবাড়ির....
বাতাবি লেবু...

টকটকে লাল,এটা কি ফল জানিনা

কচু পাতা

গ্রামের পথে পথে এই ফুলগুলো দেখা যায়.....নাম জানিনা

এই প্রজাপতিটা সুন্দর না!

ছোট্ট কাঁঠাল

কলার কাঁদি

লিচু....আমার খুউব পছন্দের

জামরুল গাছে ফুল এসেছে

বৃষ্টি হয়েছিল

ছোট্ট সাদা ছাগলছানা

এখানেও একটা প্রজাপতি

কুমড়া ফুল

লাল জবা

লাউ ফুল

এই ফুলগুলোর নামও জানিনা


এই লাল ফুলগুলো চমৎকার না!

ধুতুরা ফুল

এটা আকন্দ

সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




