
আমারে আর কত জ্বালাইবা তুমি
কও তো দেহি,
কতডা বছর অইলো, তোমার লগে আছি,
আজো তোমারে চেনা অইল না,
মাঝে মইধ্যে মনে হয়,
তুমি আমার কত আপন,
তোমারে ছাড়া আমার চাইরপাশডা যেনো আন্ধার লাগে।
আমার মনের এই ভাবনাডারে আমি
বেশিদিন লালন করতাম পারি না,
তোমার ইচ্ছা অনিচ্ছায় দেয়া কষ্টের কারনে,
আমার ভেতরডা পুইড়া অঙ্গার অইয়া যায়,
আমার মনে অয়, আমারে পোড়ানোতেই তোমার সব সুখ।
দুটানায় থাহা আমার এই মন,
তোমার লগে থাহা না থাহার বিষয়ে
একটা সিদ্ধান্ত নিবার চায়,
অয় তুমি পরম মমতায় তোমার বুকে আমারে আগলাই রাখবা,
না হয় মায়ার বাঁধন ছিন্ন কইরা, চির বিদায় দিয়া দিবা
আমারে আর কত জ্বালাইবা তুমি, কও তো দেহি।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




