একটা বিষয় আমি চিন্তা করি, জায়গা জমি বা টাকা পয়সার বিরোধের ক্ষেত্রে হয়তো বাবা মা সন্তানেরা মিলে কাউকে খুন/গুম করতে পারে কিন্তু ধ-র্ষ-ণের ক্ষেত্রেও বাবা মা ভাই একত্রে জড়িত থাকে, এমন ভয়াবহ অপরাধ পারিবারিক ভাবে হয় কি করে?
আরেকটা বিষয় হলো, একটা ভালো কাজ, যেমন আমি আমার এলাকায় ১০ টা গাছ রোপন করলাম। তারপর আমাকে দেখে দেশব্যাপী অন্যরাও গাছ রোপন করলো, এটা স্বাভাবিক ঘটনা।
কিন্তু এক জায়গায় রেপ হলে, দেশব্যাপী একযোগে রেপের ঘটনা হতে থাকা, কিভাবে এটা সম্ভব। অপরাধ কি পাল্লা দিয়ে হয়? আমার তো সন্দেহ হয়, এসব অপরাধ রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে।
যেহেতু দেশে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদন্ড (মৃত্যু ঘটলে ফাঁসি)। আইনে ১০ বছর শাস্তি হলেও বাস্তবায়ন নেই। সেহেতু রাজনৈতিক ধর্ষণ হওয়াটা অস্বাভাবিক নয়। কারন ফায়দা হাসিলের জন্য টাকা খরচ করে ধর্ষণ করানো ডালভাত অনেকের কাছে।
তবে, যেভাবেই অপরাধ হোক, যে উদ্দেশ্যই হোক। অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আইনের সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করতে হবে। যেন ইচ্ছেকৃত ভাবে কিংবা কারো প্ররোচনায় এমন অপরাধ করার সাহস না পায় কেউ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২৫