যুদ্ধাপরাধীদের বিচার অদৌ হবে কি? ইটিভিতে মুজাহিদ বললো,
দেশটাকে কি মগের মুল্লুক পাইছে? তারপর সে বললো, কোন ব্যক্তি বা সংগঠনের কথামতো তো যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে না। আর এই বিষয়ে আদালতে জবাব দিব। সে খুব দাম্ভিকতার সুরে বললো, ৭১এ আমি একজন ছাত্র ছিলাম। একজন বিবেকমান মানুষ ভালো করেই বুঝতে পারেন ছাত্রের ভূমিকা কি হতে পারে।'
নাটক ফাটক নয় সত্যিই এবার যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। আর সময় ক্ষেপন নয় তাদের বিচার করে এই বিষয়টির সঠিক মিমাংসা প্রয়োজন। আর না হলে ইতিহাস বিকৃত হয়ে তারাই একসময় মুক্তি সেনানী বীর হয়ে আমাদের সামনে এসে দাড়াবে।
তাই আর সময় ক্ষেপণ নয়? কি বলেন সবাই?
বিষয়টির এখনই সমাধান হওয়ার উপযু্ক্ত সময়। তাদের বিচার করা না হলে লাখো শহীদের আত্মা আর্তচিতকার করে উঠবে
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




