শাহবাগ... হাজারো মানুষের ঢল... রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রছাত্রী, আমজনতা, বিবেকবান ব্যক্তিবর্গ আজ এক কাতারে... দাবী একটাই, কসাই কাদেরের ফাঁসি চাই।
কে বলেছে বাঙালি এক হতে পারে না !!!!! ৫২, ৭১, এরশাদ পতন আন্দোলন এর সময় কি আমরা একত্রিত হইনি ? একসাথে প্রতিবাদ জানাইনি ???
আন্দোলনের ডাকে উদজীবিত হয়ে ফেসবুকের কভার পিকচার বদলালাম। গতকালকে রাতে আম্মুকে বললাম, ‘আম্মু কালকে শাহাবাগ যাবো। এই লড়াইয়ে যদি না নামি তাহলে নিজের কাছেই ছোট হয়ে যাবো। বুঝতে পারছো তো, মানবিক ব্যাপার। অপরাধীর বিচার হওয়া দরকার।’
আম্মু একটা সহজ প্রশ্ন করলো, ‘এখন কেন ? যখন ২ বছরের, ৫ বছরের বাচ্চাগুলো ধর্ষিত হচ্ছে, তোমার সমান মেয়েটা যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আগুন দিয়ে যখন মেয়েদেরকে পুড়িয়ে মারছে, স্কুল পড়ুয়া ছেলেটাকে যখন কিডন্যাপ করে জবাই করছে তখন তোমরা কোথায় থাকো ??? বিশ্বজিতকে যখন সবার সামনে কুপিয়ে মারলো তখন কোথায় ছিলে তোমরা ??? সাগর-রুনি হত্যার ১ বছর হয়ে যাচ্ছে তারপরো যখন ওদের খুনিরা ধরা পড়ে না, ছোট্ট বাচ্চা মেঘ যখন তার বাবা মা হত্যার বিচার পায় না তখন কোথায় থাকে তোমাদের মানবিকতা ???’
আমি নিশ্চুপ হয়ে যাই... সত্যিই তো, ‘মেঘ’ যখন কবরের ছবি এঁকে বাবা মা কোথায় জানতে চাইতো তখন কোথায় ছিলাম আমরা ??? আড়াই বছরের বাচ্চাটাকে যখন ধর্ষণের পর মৃত অবস্থায় বালু চাপা দিয়ে পালিয়েছিল শয়তানের দল তখন কোথায় ছিলাম আমরা ???
তোমার প্রশ্নের উত্তর আমি কবে দিতে পারবো মা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





