এখানে আজকে নতুন রেজিস্ট্রেশন করলাম। তবে এখানে আমি নতুন নই। পুরনো পাঠক। সবার লেখা পড়ে খুবই মজা পেতাম। কিন্তু দুই দিন আগে দীপুর লেখা একটা পোস্টে সবার নোংরামি দেখে খুবই কষ্ট পেলাম। তাই বাধ্য হয়ে রেজিষ্ট্রেশন করে কিছু লিখলাম।
দীপুকে আমি খুব ভালো করে চিনি। পেশায় ও একটি জাতীয় দৈনিকের সাংবাদিক। আমি নিজেও একজন সাংবাদিক। তাই আমি যতটুকু জানি এবং শুনেছি কর্মেেত্র ওর কোনো ত্রুটি কেউ পায়নি। এককথায় সব জায়গায় ওর প্রশংসা শুনতো পাই। আর আমার ভালো লাগে ওর সুন্দর ব্যবহারের জন্য।
কিন্তু গতকাল ওর পোস্ট দেখেতো আমি হতবাক! একী করলো দীপু? নিজের ইমেজ কেউ নষ্ট করে? রাতে ওকে ফোন দিলাম। সাইটের কথা জানতে চাইতেই মন খারাপ করে ফেললো। বললো-'আমি কখনোই ওরকম কিছু করবো ভাবিনি'।
কিন্তু কেন এমন করলো ও? জানতে চাইলে বললো-'আমি কী করেছি নিজেও জানিনা। তবে রাসেল আমাকে মেন্টালি খুবই ডিস্টার্ব করে'
সঙ্গে সঙ্গে রাসেলের পেইজ খুলে ওর পোস্ট দেখলাম। কিন্তু কিছুই বুঝতে পারলামনা। রাতে আমাকে দীপু বলেছিল পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ করবে। সকালে তাই করেছিলো ও। কিন্তু নতুন পোষ্টে রাসেলের এমন মন্তব্য দেখে কিছুটা অনুধাবন করতে পেরেছি হয়তো রাসেল দীপুকে মেন্টালি ডিস্টার্ব করতো।
ঘটানাটা আমার কাছে বিশ্বকাপ ফুটবলের জিদান এবং মাতেরাজ্জির সেই ঘটনার মতোই মনে হলো। এখানে অবশ্য দীপু একটা ভুল করে ফেলেছে যে, ওই দিনের পোস্টে গালি না দিলেও পারতো। যেহেতু দিয়ে ফেলেছে আবার সবার কাছে দুঃখ প্রকাশও করেছে সেখানে রাসেল এমন মন্তব্য না করলেও পারতো। বরং মন্তব্য করে পূর্বের ঘটনার সত্যতারই ইংগিত দিয়েছে।
আমি জানিনা রাসেল কেমন-তবে যেমনই হোক 2য়বার কাজটা উনি ঠিক করেন নি। এখানে দীপু এবং রাসেল দুজনেরই ভুল হয়েছে। আমি দীপুর প েসাফাই গাইছিনা। ওকে যেমন দেখেছি শুধু তার বিশলেষন করার চেষ্টা করলাম। রাসেল সম্ভবত আমার লেখা পড়ে মাইন্ড করতে পারেন। কিন্তু দয়া করে মাইন্ড করবেন না। আপনার সঙ্গে পরিচয় কিংবা দেখা হলে হয়তো আমি আপনার বিশলেষনও করতে পারতাম। সবকিছু মিলিয়ে আমি রাসেলকে বলবো আপনিও একটু সহনশীলতার পরিচয় দিন। দেখবেন হয়তো দীপুর সঙ্গেই আপনার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তাছাড়া অন্য সবার কমেন্টও আমি দেখেছি। নিজেদের শুদ্ধতার উধের্্ব রেখে অন্যকে বকা দেয়ার মধ্যে নিজের ক্রেডিটই নষ্ট হয়। এখানে লিখে কেউ বিখ্যাত হবেনা। কিংবা এখান থেকে কেউ বিখ্যাতও হতে পারবেনা। সুতরাং বিখ্যাত কিংবা অখ্যাত নয় সবাইকে সমানভাবে মুল্যায়ন করুন। এতে আপনার পরিচিতি বাড়বে বৈ কমবেনা। এধারায় কৌশিক ভাইকে ফলো করতে পারেন সবাই। ধন্যবাদ সবাইকে। এটাই সম্ভবত আমার প্রথম এবং শেষ লেখা। শুভকামনা রইলো সবার জন্য।
** দীপু সম্ভবত তার পরিচয় প্রকাশের জন্য আমার উপর রাগ করতে পারেন। সরি দীপু, আমি ইচ্ছে করেই আপনার পরিচয় দিয়েছি। কারন এতে আপনার সহনশীলতা আরো বেশী মজবুত হবে। সবাইকে আবারো বলছি দয়া করে কেউ বাজে ব্যবহার করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



