'পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা'
----------------------------------------হুমায়ুন আজাদ।
মাকে নিয়ে ভালোবাসি বলতে বলতে মুখে ছেবড়ি তোলেন আমাদের মা'প্রিয় বাঙালি তরুনেরা। মায়ের জন্য ওদের ভালোবাসার যেন শেষ নেই! আমিও মাকে ভালেবাসি বলতে ভালোবাসি। মাকে জড়িয়ে ধরে কান্না করতে অনেক ভালোলাগে আমার!
কোনদিন কিছু করিনি আমি আমার মায়ের জন্য। মা কে সারাজীবনর দেখেছি আমার বাবার দাসীগিরি করত ! আমাদের লালন-পালন;বাবার জুতো এগিয়ে দেওয়া...করতে করতেই ওর এক জীবন পার !
একটা প্রশ্ন জাগে--'মাতৃত্ব' কি শৃঙ্খল নাকি অহংকার একটা নারীর????????????????????????????
সারাজীবন সব কিছু মুখ বুজে সয় কেন একটা মানুষ;কেবল অর্থনৈতিক নিরাপত্তার জন্য?????????????
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




