টিভিতে খেলা দেখতে ছিলাম। চোখে খুব লাগতে ছিল একটা ব্যাপার, তা হলো স্যামি পোলাকদের উচ্চতা।ওদের প্রায় সব খেলোড়ার ছয় ফুট ছাড়িয়ে। আর আমাদের নাসির মুসফিক, এনামুল রাজ্জাকদের মাহমুদুলদের উচ্চতা পাঁচ ফুটের ঘরে। ওদের দৈহীক গড়নের তুলনায় আমাদের ছেলেরাতো বলতে গেলে কিছুই না!
তারপরও আমরা যে মাঠে নেমে ওদের সাথে লড়ি, জয় ছিনিয়ে নিয়ে আসি! কেমনে সম্ভব?
অদ্ভদ না?
বিশ্ব যাদের গরীব দিনহীন বলে জানে তারাই আজ ২২গজের মাঠে বাঘের হুঙ্কারে মাতিয়ে দেয় দর্শকদের হৃদয়।
বিশ্বের সব দলকে হারিয়েছি আমরা।
এটা সম্ভব হয়েছে ওদের মানসিক শক্তির জন্য। যে প্রেরণা আমরা পেয়ে ছিলাম ৭১ এ। বিজয়ের মাসে এই জয় তাই
গর্বে চোখে জ্বল নামায়।
দেশের প্রতি ভালবাসা তীব্রতা টের পাই। প্রিয় স্বদেশ তোমাকে জানাই শ্রদ্ধা ভালবাসা।
আর আমাদের ছেলেদের দেশ প্রেম জাতিকে মুগ্ধ করে।
তাই এমন জয় আমাদেরী প্রাপ্য ছিল, আমরা গেইলদের ফিরিয়ে দিতে পারছি গ্যাংগাম নৃত্য। গেইলকে ব্যাট হাতে বার বার ফিরিয়ে দিয়ে আমরা বিশ্বকে জানিয়ে দিয়েছি আমাদের বোলাররা যে কোন প্লেয়ার কে হিরো থেকে জিরো করে দিতে পারে। আর আবুল, এনামুল, সোহাগ গাজিদের উৎথান মনে করিয়ে দেয় আমরাই একদিন বিশ্বকাপ ঘরে আনবো।
বাংলাদেশের সিরিজ জয় করেছে। তাদের অভিনন্দন। ভাল খেলে এই ধারা অব্যাহত রাখুক তারা।
কপি ব্লগার এম এম ওবায়দুর রহমানের ব্ল থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




