নতুন প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেবার এখনো সুযোগ রয়েছে। সামুর বন্ধুরা, প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে এখনো আপনারা যারা ভোট প্রদান করেণ নাই তারা সময় নষ্ট না করে এখনই আপনাদের ভোট প্রদান করুণ। এই ভোটের ব্যাপারে কোন পক্ষ বিপক্ষ নাই। ১৬ কোটি বাঙ্গালী সবাই আমরা সুন্দরবনের পক্ষে। বাংলাদেশী সকল বাঙ্গালীর পক্ষে হয়তো ভোট দেওয়া সম্ভব হবেনা তবে আপনারা যাদের ই-মেইল একাউন্ট আছে এবং মোবাইল ফোন ব্যবহার করেণ তারা ইচ্ছা করলে একাধিক ভোট প্রদাণ করতে পারেন। এজন্য আপনার ব্যবহৃত একাধিক ই-মেইল এড্রেস ও মোবাইল ফোন ব্যাবহার করুন।
ই-মেইলে ফোট দিতে হলে লগঅন করুণঃ
http://www.new7wonders.com
আপনি ইচ্ছা করলে অথবা যাহাদের ইমেইল একাউন্ট নাই তারা ২৪ ঘন্টা ইন্টারন্যাশনাল হটলাইন ব্যবহার করে সুন্দরবনকে ভোট দিতে পারেণ। টেলিফেনের মাধ্যমে ভোট প্রদানের জন্য ০০৪৪৭৫৮৯০০১২৯০ নম্বরে ডায়াল করুন। তার পর ম্যাসেজ শোনার পর সুন্দরবন নিমিনী কোড ৭৭২৪ নম্বর ডায়াল করুন। এভাবেই ভোট প্রদান সম্পন্ন হবে এবং আপনি একটি Thank you ম্যাসেজ শুনতে পাবেন।
সুতরাং আর দেরী না করে এখনই আপনার ভোট প্রদান করুন। কারণ দেশকে কিছু দেবার এটাই সবচেয়ে বড় সুযোগ ও সঠিক সময়।
ধন্যবাদ আপনাদের সবাইকে
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




