ক্রমাগত শীৎকারের পরে ঈষৎ কাঁপিয়া নিস্পৃহতায় মগ্ন হইবেক নারী
শুধুমাত্র নারী নয়, হয়তবা; যদি হয়
পুরুষ অংশীদার এইবার খুঁচিয়া করুক না জাগরুক তারে
আদিম সূর্যের পত্তনের পর হইতে কাল গণনার এই পর্যায়ে
কবিতার শব্দাবলী বিবর্তিত হইয়াছে, হয়েছে;
আর তখন সঙ্গীর স্পর্শ পেয়ে যদি সে নদীতে আবার ভেলা ভাসায়
চায় ভাসাতে তাহারে ও তারে
তবে কী আশ্চর্য হওয়া যায়!
বিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে কৌশলের
সুখানুভূতির কিংবা তার চরম মাত্রার এবং শীৎকারের
বিষয় হিসেবে সেই একই পানীয় জল
তৃষ্ণা মেটায়, তৃষ্ণা মেটায়; আক্ষেপে করে ভার।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



