একটা শোনা গল্প.....
পিতা আর জোয়ান ছেলে যাচ্ছিল কোথাও। পথিমধ্যে পূর্বশত্রুতার জের ধরে জনৈক ব্যক্তি পিতাকে ধরে আচ্ছামত ধোলাই দিচ্ছিল। পায়ের জুতা দিয়ে পেটাচ্ছিল বেচারাকে। জোয়ান ছেলে অবস্থা বেগতিক দেখে দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে চলে আসল বাড়িতে।
কী হয়েছে রে তোর? বাড়ির লোকদের জিজ্ঞাসা।
মানীর মান আল্লাহ রাখছে। রাস্তায় আব্বারে ধইরা একজন জুতা দিয়া পেটাচ্ছে। আমাকে ধরতে পারে নি। এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। আল্লাহ সম্মান রাখছে।—ছেলের জবাব।
মুরাদের মতো নেতারা সেই হতভাগা বাবার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের মতো। এই দেশ ও দেশের সাধারণ জনগণ হচ্ছে সেই অভাগা বাবার মতো। মুরাদের মতো লোকেরা না বুঝে অপমান, না আছে এদের আত্মসম্মান। এরা লজ্জায় মুখ ঢাকে না। মুখ ঢাকে জনরোষ থেকে বাঁচতে।
এরা ঐ জোয়ান ছেলের মতো দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাবে সেকেন্ড হোম কানাডায়। সেখানে পৌঁছে হাঁপিয়ে হাঁপিয়ে বলবে, মানীর মান আল্লাহই রাখছে। আমাকে ধরতে পারে নাই। হাঃ হাঃ হাঃ।
ল্যাংটার কাছে শরমের সংজ্ঞা যারা জানতে চায় তারাই বেকুব।
আর একটা কথা, ম্যারিকা যদি ভাবে ওরা নিষেধাজ্ঞা দিলেই আমরা 'উন্নয়নযজ্ঞ' থেকে সরে যাবো- তাহলে মস্ত বড়ো ভুল করছে!
শুভ সকাল।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



