প্রেম নিষিদ্ধ হোক.....
শহরজুড়ে প্রেম নিষিদ্ধ হোক।
শ্রাবনের বারিধারায় ভেসে যাক
সকল না বলা কথা।
কালবৈশাখী উড়িয়ে নিয়ে যাক
মনের সকল মলিনতা।
শরতের আকাশে ভাসমান মেঘে
হারিয়ে যাক মন খারাপের ভিড়।
বলাকারা পথ হারিয়ে উড়ে যাক অন্য শহরে,
বসন্ত হারিয়ে ফেলুক মিষ্টি কলতান।
চৈত্রের কাঠফাটা রোদ্দুরে পিপাসার্ত চাতক
দুফোঁটা বারির আশায় অপেক্ষার প্রহর গুনুক।
(দুই বছর আগে ফেসবুকে লিখেছিলাম)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



