সার্টিফিকেট দেখানোর সময় দিচ্ছেনা......
এক বনে বাঘ সিংহ চিতাবাঘ প্রাকৃতিক নিয়মেই বনের ছোট ছোট প্রাণীদের শিকার করে খেয়েদেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছিল। অন্যদিকে বনের নিচু জাতের প্রাণীরা(বান্দর, শুয়ার - গাধা, খাটাশ, শিয়াল পণ্ডিত ইত্যাদি) বাঘ সিংহ চিতাবাঘের ভয়ে সব সময় তটস্থ থাকতো.....
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিচু জাতের প্রাণীরাও প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যেয়ে নিজেদেরকে উঁচু জাতের (বাঘ-সিংহ ইত্যাদি) সমতূল্য করতে চায়, সেই সঙ্গে বনের রাজা সিংহের রাজত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফন্দী আঁটে....বনের বুড়া গাধার নেতৃত্বে বান্দর, শিয়াল, খাটাশ গং একটা গ্রুপিং করে। বাঘ-সিংহের প্রভুত্বের বিরুদ্ধে গাধা আর বান্দরদের পরামর্শে নিচু জাতের প্রাণীরা একটা সমাবেশের আয়োজন করে.....
সমাবেশে গাধার ইচ্ছায় কমিটির আহবায়ক খাটাশ ঘোষণা করেঃ 'আমরা আর বাঘ সিংহদের শ্রেষ্ঠত্ব মানবো না। আমরা নিজেরা একটা কমিটি গঠন করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি.... আজ থেকে আমাদের কমিটির সভাপতি হচ্ছেন মাননীয় গাধা। সাধারণ সম্পাদক শিয়াল পণ্ডিত। বান্দর, খাটাশ, শুয়ার গাধা, কুত্তা বিলাই বেজিরা সবাই কমিটির মেম্বার।'- সবাই হাততালি দিয়ে উল্লাস করলো। সমাবেশ থেকেই নিজেদের মধ্যে যার যার পদ পদবীর উল্লেখ করে সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত সার্টিফিকেট নিজের এবং সব ছোট জাতের প্রাণীদের জন্য ইস্যু করে দিলো.....সব শেষে নব নিযুক্ত সভাপতি গাধা সমাপনী বক্তব্যে ঘোষণা করে, "এখন থেকে তোমরাও উঁচু জাতের প্রাণী। তোমাদের বাঘ সিংহ চিতাবাঘ শিকার করতে এলেই সার্টিফিকেট দেখাবে....."- বলে সমাবেশের সমাপ্তি করলো।
এদিকে নিচু জাতের প্রাণীদের গোপন সমাবেশের কারণে বাঘ সিংহ চিতাবাঘ তাদের শিকার খুঁজে পাচ্ছিলনা....হঠাৎ দেখে ওদের কাংখিত সব প্রাণী এক যায়গায়..... বাঘ সিংহ চিতাবাঘ একযোগে ঝাপিয়ে পড়লো ছোট জাতের শিকারের উপর! ছোট জাতের প্রাণীরা যে যেদিকে পারছে জীবন বাঁচাতে দৌড়াচ্ছে....বান্দরের পাল দৌড়ে গাছের মগডালে উঠে গেছে। অন্যদিকে বাঘ সিংহের আক্রমণে গাধা শিয়াল কুকুর বেঘোরে মারা পরছে....
গাছের মগডালে বসে বান্দর সবাইকে অভয় দিয়ে বলছে- 'তোরা দৌড়াইসনা, সার্টিফিকেট দেখা....'।
শুয়ার - গাধা, খাটাশ, শিয়াল পণ্ডিত দৌড়াতে দৌড়াতে বলে- "ওরাতো আমাদের সার্টিফিকেট দেখানোর সময় দিচ্ছে না......"!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


