আধা ভৌতিক কাহিনী অবলম্বনে...
রাত ১১:৪০....
ঘড়ির ঘন্টা আর সেকেন্ডের কাঁটা দুটো ঘুরতে ঘুরতে এসে যেই পৌঁছায়, ঠিক সেই মুহূর্তেই বিগত এক মাস ধরে আসা একটা নীরব ফোন কলের প্রতীক্ষায় আমিও কেমন থাকতে শুরু করেছি, কারণটা আমার নিজের কাছেই অজানা। কিন্তু প্রতিরাতের ফোন কলটি নিয়ম করে তার অস্তিত্বের কথা চিনিয়ে যায় নতুন নতুন অনুভূতির অলঙ্কারে সাজিয়ে। একটাও শব্দ এসে পৌঁছায় না আমার কানে অথচ মনে হয় অপর প্রান্তের প্রতিটি মনের কথাকে আমি অনুভব করতে পারছি।
মনে হয় আমার কন্ঠস্বরের অপেক্ষায় অপর প্রান্তে কেউ অধীর আগ্রহে! আমার প্রথম কথা শোনার পর একটা দীর্ঘশ্বাস এসে পৌঁছায় আমার কানে। মন বলে ভীষণ চেনা সেই শ্বাস-প্রশ্বাস, বেশ বুঝতে পারি অপর প্রান্তের নীরবতার সাথে হাতের চুড়ি আর পায়ের নূপুরের ক্ষীণ ধ্বনিতে তাকে চেনানোর ইঙ্গিত থাকে। কেন জানিনা, আমিও ইচ্ছাকৃত ভাবে তাকে চেনার চেষ্টা করি না। রোজ কেমন অধীর আগ্রহে এই ফোন কলের অপেক্ষা থাকে আমার। হয়তো এই অনুভূতিটাই আমার ভালোলাগায় পরিণত হয়েছে!
আজ দিন তিনেক হলো আসেনি রাত রাত ১১:৪০.... এর ফোন কল। রোজের প্রতীক্ষার সাথে আজ হঠাৎ একটা শূন্যতা অনুভব করছি। যে ফোনকলের একটা শব্দও এসে পৌঁছায় না আমার কান পর্যন্ত, কেবল চুড়ির ক্ষীণ আওয়াজ, নূপুরের নিক্কণ আর শ্বাস প্রশ্বাস কখনো বা শুধু দীর্ঘ শ্বাসের ক্লান্ত শব্দটুকু ছাড়া, সেই অপেক্ষা আজ আমার চোখ ঝাপসা করে দিচ্ছে বারবার।
•••তবে কী ওই নীরব ভালোলাগায় আমার ভালোবাসার আস্তরণ পড়েছে? নাকি যে ভালোলাগা আর ভালোবাসা আমার কাছে অচেনা ছিলো তাকে চিনতে শিখেছি আমি?
প্রতিরাতে মনে মনে বার্তা পাঠাই, তার সাড়া পাইনা। একাকীত্বের আড়ালে রাতের পাতাকে নিপুণতার সাথে গুটিয়ে ফেলতে চাই। ফোনের অপর প্রান্তে থাকা জীবন্ত অস্তিত্বের কানে কানে বলতে চাই, "এই যে শোনো, আমি তোমার নাম দিয়েছি 'ঘুমপরী', তুমিই আমায় পাগল করেছো, করেছো সর্বহারা, তুমি আমার পাগলী কিংবা পাষাণী হও বা আরও যা যা কিছু, তবু জেনো তুমিই আমার প্রেম পিয়াসী, তুমিই 'সোহাগ ফুল'। ক্ষণিক অভিমানের জোয়ার আমারও আসে মানিয়ে নিও তুমি। আজ বলে যাই গোপন কথা 'তোমায় ভালোবাসি'। ভালোবাসি তাই অভিমান ভুলে দ্যাখো কেমন গাছ হয়ে বসে আছি, তোমার নীরবতার সাথে আসা শব্দগুলোর আশ্রয়দাতা হবো বলে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


