প্রসঙ্গঃ মূল্য..........
মূল্যে মূল্যায়ন হয় মূল্যের ভুবন। বিষয়,বস্তু, কামনা, বাসনা, ব্যক্তিত্ব, এমন কি অমূল্য জীবন। মূল্যের সীমানায় দাঁড়িয়ে মূল্য নির্ধারণ করে তার পরিসীমা। স্থান, কাল, পাত্রভেদে প্রবাহিত সর্বদা মূল্য সীমা। মূল্য নির্ধারিত হয় মূলত অর্থে (Money)। আবার নির্ধারিত হয় মূল্য বিভিন্ন উপায়ে, বিভিন্ন ভাবে। বিনিময় মূল্যের চিরাচারিত প্রথা। হোক সে ন্যায় কিংবা অন্যায়। সৎ কিংবা অসৎ এর বিনিময়।
রূপের মূল্য নির্ধারিত রূপ লাবণ্যে। কাম-কামনার মূল্যের মূল্য সহবাসে, প্রেমের আবরণে। ভালোবাসার মূল্যের বিনিময়ে হয় হৃদয় দেওয়া-নেওয়া। পবিত্র মিলনের সুখ মোহনায়।
সুখের মূল্য কষ্ট, দুঃখ, ক্লেশ, ক্ষোভ, আক্ষেপ এর বারিধারায়।
সুখ-আনন্দের মূল্য অনেক ক্ষেত্রে আনন্দ অশ্রু ধারায় নির্গত হয়।
ক্রমশ ধেয়ে চলে সুখ,পরিশ্রম আর ত্যাগের মহিমায়।
প্রতারণা, ছলনা, মিথ্যাচারিতা কিংবা শটতা এর মূল্য দুঃখ, বেদনা, আক্ষেপ আর কান্নায়।
সৎ চরিত্র, সৎ গুনের সতত মূল্য, মূল্যায়িত হয় সততা, জ্ঞান, বিবেক, মনুষ্যত্ব আর মানবিকতায়।
কিছু মূল্যের মূল্য নির্ধারণ হয় না জগতের নিয়মের ধারায়। মৃত্যুর গতি পথ হয় কি রুদ্ধ কোন কিছু মূল্যের বিনিময়।
চরম সত্যের এই কঠিন প্রশ্নের খোজ উত্তর। নয় বিধাতারে, স্বয়ং নিজেকে শুধাও।
মূল্যের মূল্য হয় সহজসাধ্য, হয় অসাধ্য। মূল্যের মূল্য হয় আবার নির্মম। মূল্যের এই গতি ধারায় মূল্য চলেছে সবিরাম।
সুস্থ, সুন্দর জীবনের লাগি, মূল্যকে অবমূল্যায়নের কাছে না রাখি, না করি বিক্রি।
বিক্রি যেন না হয় মূল্য অসৎ এর প্ররোচনায়, আগামীর পথ চলায়।
মূল্য চলুক তার স্বমহিমায়।
মূল্য হোক মূল্যায়িত মানবের ন্যায়, বিবেক, জ্ঞানের প্রজ্জ্বলিত শিখায়।
মূল্যের মূল্য হোক বিকশিত হোক প্রস্ফুটিত মানবের মানবিকতায়।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


