২০১২ সনের এক বৃষ্টির দিন। তখন জাহিদ একটা দোকানে ইলেক্ট্রিশিয়ানের হেল্পার হিসেবে কাজ করছে। যদিও মূল পেশা তালা-চাবি মিস্ত্রি।
কাওরানবাজার এলাকায় একটা টং দোকানে চাবি বানানোর দোকান এবং ফোন কলে এপাড়া ওপারা ঘুরে তালা-চাবি সারাই করে চলে যাচ্ছিল সংসার। বাড়িতে স্ত্রী, তিন সন্তান ছাড়াও বৃদ্ধা মা। একটু বাড়তি আয়ের জন্য একজন ইলেক্ট্রিশিয়ানের সহযোগী হিসেবে দোকানে, বাসাবাড়িতে যখন যেখানে ডাকে সেখানে কাজ করে। দুটো পেশায় যা ইনকাম, তাতে খুশিই। কিন্তু বিধাতার মর্জি ছিল ভিন্ন। একদিন ঘটে বিপত্তি। এক দোকানের ইলেক্ট্রিসিটির কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কতক্ষণ অচেতন হয়ে পরে ছিল নিজেই জানে না।
জ্ঞান ফিরে চোখ খুলে দেখে হাসপাতালে ভর্তি। ডান হাতটা প্রায় শেষ। পেট, বুক, পা, পুড়ে গিয়েছে ভীষণ ভাবে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে তিন মাস। মোটামুটি স্বাভাবিক হতে আরও কয়েক মাস লেগে যায়। কিন্তু ডান হাতটা অকেজো হয়ে গেল পুরোপুরি। চাবি তৈরি কিম্বা ইলেক্ট্রিক্যাল কাজ আর হচ্ছে না তার দ্বারা।
এদিকে চিকিৎসায়, সংসার খরচে দেনা হয়ে গেছে অনেকটা। তাই ওই এক হাতেই ভ্যান চালানো শুরু করলো জাহিদ। মাস ছয় ভ্যান রিকশা চালিয়ে আরও অনেক শারিরীক সমস্যা দেখা দেয়।
কম শারীরিক পরিশ্রমে পুরোনো কাজ তালা চাবি সারাইয়ের কাজ ঘরেই আবার শুরু করলো প্র্যাক্টিস। থেঁতলানো ডান হাতে চাবি শক্ত করে ধরে, বাঁ হাত দিয়ে হাতুড়ি পিটিয়ে তার সঠিক রূপ দিতে লাগলো। অনেক চেষ্টার পর আবার পুরোনো জাহিদ ফিরে পেল নতুন করে নিজেকে।
জাহিদ আমাদের ছাদ ঘরের চাবি বানাচ্ছে এক মনে। কথা প্রসঙ্গে আমার দিকে তাকিয়ে বললো- "স্যার, ওই সময় বস্তির অন্য বন্ধুরা বলেছিল গাঁজা বেচতে। গাঁজা বিক্রিতে অনেক লাভ, কিন্তু আমি শত কষ্টেও অসত পথে যাইনি। করিনি অন্যায় কাজ। একবার মনে হয়েছিল, নিজেকে শেষ করে দেই। কিন্তু একটু পরেই ভাবলাম- জীবন তো একটাই। মরে গিয়ে যদি সমস্যার সমাধান করতে হয়, তবে মানুষ হলাম কেন?"
এক তথাকথিত অশিক্ষিত মানুষের কি তীব্র জীবনবোধ! আমার হাতে নতুন তৈরী করা দুটো চাবি দিয়ে, মজুরি নিয়ে চলে গেল জাহিদ। যাওয়ার সময় চাবি ওয়ালাদাদের বাজানো সেই ধাতব শব্দ মিলিয়ে গেল রাজপথে- "তালা চাবি সারাই......"।
"তালা চাবি সারাই......"- শব্দটা কানে যেন কোনো দার্শনিকের মুখে জীবনের আহবান মনে হল আমার কাছে। জীবনকে আরো একবার ভালোবাসতে শিখিয়ে গেল জাহিদ!
হতাশার কথা নয়। জীবনের জয় গান বাজিয়ে গেল জাহিদ। "মোরে আরো আরো আরো দাও প্রাণ।"
স্যালুট জাহিদ!!!
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২