কাপুরুষের দল.....
* "ওরা" অ্যরিস্টটলকে খুন করতে চেয়েছিল, "ওরা" রামমোহনকে বয়কট করেছিল, "ওরা" আইনস্টাইনকে দেশছাড়া করেছিল- কারণ, ওরা সত্যকে ভয় পায়।
* "ওরা" গ্যালিলিওকে হত্যা করতে চেয়েছিল, কারণ, গ্যালিলিও সত্য কথা বলেছিলো।
* "ওরা" মাস্টারদার হাতের নখগুলো উপড়ে ফেলেছিল, কারণ, ওই নখের ধারালো আঁচড় "ওরা" সহ্য করতে পারেনি।
* আসফাক উল্লা, ভগৎ সিং, ক্ষুদিরাম..... "ওদের" খুনের তালিকা দীর্ঘ থেকে হয়েছিল দীর্ঘতর।
* চে গুয়েভারা-র দৃঢ়তা "ওদের" নিশ্চিন্ত হতে দেয়নি। আট আটটা বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া শরীরটাকেও "ওরা" ভয় পেতে বাধ্য হয়েছিল।
* লোরকার লেখা "ওরা" পড়তে পারেনি, "ওরা" ভয় পেয়েছিল।
* "ওরা" বাতিল করতে চেয়েছিল "বিদ্রোহী", "পথের দাবী", "লিটল রেড বুক"।
* নাজিম হিকমতের আওয়াজকে "ওরা" ভয় পেয়েছিলl
যে কোন, সত্য, নির্ভীক, সুতীক্ষ্ণ আওয়াজকেই "ওরা" ভয় পায়।
* "ওরা" জিয়াকে হত্যা করল, কারন জিয়ার শ্রেষ্ঠত্বকে ওরা ভয় পেয়েছিল।
* "ওরা" ম্যাডাম জিয়াকেওরা ভয় পেয়েছিল তাই মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে।
* "ওরা" জনি- নুরুকে খুন করেছিল, ইলিয়াস আলীকে গুম করেছিলো কারণ, ওরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল।
* "ওরা" আমাদের ইলেক্ট্রিক শক দিয়েছিল, হাতের পায়ের নখ তুলে ফেলেছিলো, পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে পেটাতো, বন্দী অবস্থায়ও চোখ বেঁধে-হাতে হ্যান্ড কাফ লাগিয়ে রাখতো। কারণ, আমাদের দেশপ্রেমে ওরা ভয় পায়।
* "ওরা" ভয় পায় শাপলা চত্ত্বরকে, ভয়পায় ছাত্র জনতাকে, ভয়পায় পলটন- গুলশান অফিসকে....তাই "ওরা", মুক্তিযোদ্ধাকে জেলে ভরতে চায়।
* "ওরা" বরাবর ভয় পায় প্রশ্ন শুনতে, "ওরা" বরাবর ভয় পায় সত্য শুনতে।
* "ওরা" এখন সুফি সংগীত কাওয়ালীকেও ভয় পায়- কারণ ওরা জনবিচ্ছিন্ন! ওরা এদেশে শিকড়হীন।
** "ওরা" সেদিনও ভয় পেয়েছিল, "ওরা" আজকেও ভয় পাচ্ছে, "ওরা" আগামী কালকেও ভয় পাবে। কারণ, ওরা অবৈধ।