আবার তোরা মানুষ হ সিনেমাটি ১৯৭৩ সালে মুক্তিপায়।
দেশ স্বাধীনের পরপরই মুক্তি প্রাপ্ত সিনেমাটি তখনকার সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই সিনেমাটির পরিচালক ছিলেন খান আতাউর রহমান, কাহিনীকার আমজাদ হোসেন। শ্রেষ্ঠাংশে সরকার ফিরোজ, ববিতা, রাইসুল ইসলাম আসাদ, ফারুক সহ আরও অনেকে অভিনয় করেছিলেন।
সিনেমার মূল কাহিনীটা ছিল:
বঙ্গবাণী নামক এক কলেজে সাতজন তরুণ পড়ত, মুক্তিযুদ্ধ শুরু হলে তারা যোগ দেয় মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ শেষে তাদের জীবন আর আগের মত থাকেনা। দেখা যায় যে যুদ্ধ শেষ হয়ে যাবার পরেও তাদের কাছে রয়েছে অস্ত্র-বন্দুক। তবে অস্ত্রকে তারা কোনো খারাপ কাজে ব্যবহার করেনা।
তারা সমাজের কোনো জায়গায় অন্যায়/দূর্নীতি দেখলে সেটা প্রতিরোধ করার চেষ্টা করে। তরুণরা স্বাধীন দেশেও তাদের এক প্রকারের যুদ্ধ চালিয়ে যেতে থাকে। বঙ্গবাণী কলেজের অধ্যক্ষ একজন অত্যন্ত আদর্শবান মানুষ, ঐ সাত তরুণ তাকে অনেক সম্মান করে।
ঐ সাত তরুণের নাম হচ্ছে হিরে, চুন্নি, পান্না, সোনা, রতন, কাঞ্চন আর মাণিক। তখনকার সাধারণ মানুষদের ভোগান্তি যেমন, দোকানে বেশি দামে জিনিষ বিক্রি করা, কিংবা মানুষের প্রতি অবিচার করা--এসব দেখলেই এই সাত তরুণ ক্ষেপে যেত।
দোকানদারদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে একবার বন্দুক দিয়ে পেটায় সোনা, হিরে আর কাঞ্চন।
মাণিকের প্রেমিকা নীলা একবার এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে মাণিক হতাশার সাথে উত্তর দেয় এবং তার এহেন কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায়।
চলচ্চিত্রটির কাহিনি মূলত সাত তরুণের সমাজে চলা অসততা দমন করা নিয়েই। তবে একবার কলেজের পরীক্ষার সময়ে পরীক্ষার হলে নকল করা হচ্ছিলো, যেখানে মাণিক নিজেও নকল করে এবং অধ্যক্ষের কাছে ধরা খেয়ে সে কলেজ থেকে বহিষ্কৃত হয়।
পরবর্তীতে সাত তরুণই সমাজকে তাদের আদর্শ অনুযায়ী ঠিক করতে না পেরে ব্যক্তিগত হতাশা থেকে অপকর্মে জড়িয়ে পড়ে।
সিনেমাটি তখনকার যুবসমাজের অস্থিরতাকে নিয়ে নির্মিত হয়েছিল। একদল তরুণ মুক্তিযোদ্ধার বেকারত্ব ও হতাশা থেকে জন্ম নেয়া সমাজ ও রাষ্ট্রের প্রতি পুঞ্জীভূত ক্ষোভ প্রশমন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানোই ছিল চলচ্চিত্রটির গল্পের মূল প্রতিপাদ্য বিষয় এবং উদ্দেশ্য।
বাংলাদেশের স্বাধীনতার পরপর দেশে বিরাজমান বাস্তব পরিস্থিতিকে উপলব্ধি করে নির্মিত চলচ্চিত্র আবার তোরা মানুষ হ সাধারণ দর্শক ভালোভাবেই গ্রহণ করেছিল। কারণ সিনেমাটি দেখার জন্য তখন প্রেক্ষাগৃহগুলোতে মানুষের অনেক ভিড় হয়েছিল।
সিনেমাটির আবেদন ফুরিয়ে গেছে নাকি এখনো আছে তা সেসময়ের দর্শকগন ভালো বলতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০