নমানুষ........
বিষয় হিসেবে 'বই' আমার বরাবর আগ্রহের। কতো কতো বিখ্যাত এবং অখ্যাত লেখকদের লেখা কত বই যে আমি সংগ্রহ করেছি তার ইয়ত্তা নেই। যখন যেমন সন্ধান পেয়েছি জোগাড় করেছি। একজায়গায় সেগুলো রাখলে হয়তো ছোটখাটো লাইব্রেরি হয়ে যাবে।
তবে আজ একটি বই নিয়ে আমার মুগ্ধতার কথা জানাব। বইয়ের নাম নমানুষ। লেখক আমাদের সবার পরিচিত ব্লগার, অনুজ প্রতিম মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ।
"নমানুষ"- প্রকৌশল পেশায় আত্মনিবেদিত লেখক যুনায়েদ (ব্লগার নীল আকাশ) এর লেখা 'বই'। 'বই' বলার কারণ- এই বই কোনো প্রেমের উপন্যাস নয়, কোনো ভ্রমণ কাহিনী নয়, কোনো থ্রিলার, গোয়েন্দা উপন্যাসও নয়। তাই আমি কোনো উপন্যাসের ক্যাটাগরিতে ফেলতে পারছিনা, তাই 'বই' বলেছি। কোনো বিশেষায়িত ক্যাটাগরির নাহলেও এই বইয়ে আছে ভালোবাসার কোলাজ, আছে লোভ-লালসা, প্রতারণা, হত্যা রহস্য এবং যথারীতি পুলিশের গোয়েন্দা তৎপরতায় হত্যা রহস্যের উদঘাটন এবং দায়িত্বশীল আদর্শ পুলিশ অফিসারের কর্মতৎপরতা প্রমাণ।
এই লেখকের প্রথম প্রকাশিত বই প্রেমের উপন্যাস "শবনম"ও আমি পড়েছিলাম বছর দেড়েক আগে। প্রথম বই হিসাবে লেখকের লেখা অনেক পরিপক্বতার পরিচয় দিয়ে ছিলেন- তখনই ধারণা করেছিলাম, লেখক হিসেবে যুনাইদ অনেকদূর যাবেন, যা নমানুষ বইয়ে প্রমাণ করেছেন।
গল্পের শুরু হয় নদীতে ভাসমান একটি লাশ পাওয়ার ঘটনা দিয়ে। অজ্ঞাতনামা সেই নারীর লাশের হত্যা রহস্য উদঘাটনের দায়িত্ব পায় এস আই মারুফ। লাশটি কার, কিভাবে মারা গেল তদন্ত করতে যেয়ে আইও মারুফ নিজেই মানষিক অসুস্থ হয়ে মনোবিশারদ এর দারস্থ হতে হয়। কিছুদিন পর আরও একটা লাশ পাওয়া যায় একটা ফ্লাটে। এবারের লাশটি পুরুষের। এই লাশের তদন্ত করতে গিয়ে ঘটনার পরম্পরা আবিষ্কার করে। অনেকগুলো আলাদা আলাদা ঘটনা নিয়ে কাহিনী এগিয়ে যেতে থাকে এবং বিচ্ছিন্ন ঘটনাগুলো যতই এগিয়ে যায়, সেই বিচ্ছিন্ন ঘটনা গুলো একে অন্যের সাথে সেতুবন্ধ ঘটে।
প্রাথমিক ভাবে বইয়ের কাহিনী অগোছালো মনে হলেও ঘটনার গুলো পরম্পরায় যুক্ত হতে থাকে। লেখক এই বইয়ের নানান ঘটনায় অসংখ্য চরিত্রের(অন্তত ২০ জন) সমাবেশ ঘটিয়েছেন, অনেক গুলো চরিত্র ঘটনার সাথে যুক্ত না করলেও কাহিনীর কোনো ত্রুটি হতোনা- বরং পাঠক অসংখ্য চরিত্রের বেড়াজাল থেকে রিলিফ পেতেন- এটা একান্তই আমার নিজস্ব মতামত!
চমতকার বই!
লেখক গল্পের ঢঙ্গয়ে কতো মানুষের গোপণ জীবনের অপ্রকাশিত কথা তুলে ধরেছেন- অনেকগুলো চরিত্র রুপায়ণে আমাদের বর্ধিঞ্চু শহুরে জীবন সমাজের ঘটনার ক্ষয়িষ্ণু প্রেক্ষিত। যা পেয়েছি তা আমাদের সমাজেরই একটা পরিচিত চিত্র।
আর বই নিয়েই যাঁদের যাপন;
বই কেনা থেকে না-কেনা, পড়া থেকে না-পড়া
এবং
বই চুরি পর্যন্ত
গ্রন্থ চর্চার সাতকাহন 'নমানুষ'!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




