মনে রাখবেনঃ
মিথ্যাচার, হিংসা, হিংসুটে-আচরন, মুখভেঙচিয়ে কথা বলা, অকারনে ঝগড়া করা, চেঁচিয়ে কথা বলা, ব্যার্থতার দায় অন্যের ঘাড়ে চাপানো, কথায় কথায় সীমাহীন অসভ্যতামো করা- এগুলো আসলে পারিবারিক কুশিক্ষা এবং মানসিক অবসাদের ফল৷
জানবেন, অবসাদ আসলে নিজ জীবনের অপদার্থতারই ফলশ্রুতি৷ যে মানুষ নিজে কিছুই করে উঠতে পারে না, বিশেষ ভাবে কর্তব্যবোধ কিংবা কর্মবোধ, সমস্তটাই যাদের তুমুল অগোছালো বা নোংরা, তারা অন্য কাউকে সুখী, পরিচ্ছন্ন এবং সফল দেখতেও পারে না৷
এদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিন৷
অবশ্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিলেও এরা তেড়ে কামড়াতেই আসবে৷ অতএব, এদেরকে এড়িয়ে চলুন৷
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




