অশনি সংকেত...
এক সর্বগ্রাসী অন্ধকার ঘিরে রয়েছে চারিদিক...
ঘিরে রয়েছে সম্ভাব্য অসম্ভবের করাল ছায়া!
মুক্তিহীন, গন্তব্যহীন, হীনবল প্রজার প্রাণান্তকর পরিস্থিতি...।
পালক নির্বিকার!!
স্থির চিত্তে, নির্দিষ্ট উদ্দেশ্যে,
হ্যামলিনের সুরে নিয়ে চলেছে নিশ্ছিদ্র অমানিশায়....
কোথাও অখাদ্যের তালিকা ধরে....,
কোথাও আপাতসুখের রঙিন স্বপ্নে বিভোর করে...।
আর কতদূর এভাবে....?
আর কতদিন স্বভাবে
চুপ থাকবে তোমরা??
এখনও কি বুঝতে পারছো না,
এক অতল পরিণতির দিকে তলিয়ে যাচ্ছ তোমরা?
প্রতি পলে, প্রতি মুহুর্তে বিভীষিকাময় ভবিষ্যতে ডুবে যাচ্ছে তোমার প্রজন্ম,
ডুবে যাচ্ছে তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা!!
এখনও ছোঁয়াচ বাঁচিয়ে চলতে চাও?
তা বেশ....!
তাই চল..... !
জেনে রেখো - পাশাপাশি সবকটি ঘর পুড়ে যাওয়ার পরে...
আগুন কিন্তু তোমার প্রাসাদোপম অট্টালিকাকেও গ্রাস করবে....।
তোমার জলন্ত অট্টালিকা উদ্ধার করার জন্য কেউ বেঁচে থাকবে না সেদিন!!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




