যত পথ তত মত.....
আপনি যদি কোন সাধুসন্তের সাথে কথা বলেন তিনি আপনাকে বলবেন, "সংসার হলো মোহ মায়া, ঈশ্বর সাধনাই একমাত্র পথ"।
আপনি যদি কোন ব্যবসায়ীর সাথে কথা বলেন, তিনি বলবেন, "এক টাকাকে একশো টাকায় পরিণত করতে পারাই হলো সার্থকতা"।
আপনি যদি কোন দার্শনিকের সাথে কথা বলেন, তবে মনে হবে- "প্রজ্ঞা ও উপলব্ধিই হলো অর্জন"।
কবি বলবেন, "সব কিছুর মধ্যে যে সৌন্দর্য, তাকে স্পর্শ করতে পারার যে আনন্দ তা অন্য কিছুতে নেই"।
প্রেমিক বলবেন, "ভালোবেসে নিজেকে সমর্পণের মধ্যেই প্রকৃত ভালোবাসা"।
আপনি যদি কোন বিলাসী মানুষের সাথে কথা বলেন, তবে জানবেন- "ভোগের মধ্যেই আসল মুক্তি"।
ধার্মিক বলবেন- ধর্মের কথা , দাতা বলবেন দান।
কারোর প্রতি রাগ ক্ষোভ নিয়ে একজন জ্ঞানী লোকের কাছে যান, তিনি বলবেন- "অপমান করা আর অপমানিত হওয়া দুটোই সংক্রামক! অতএব, অপমানের বদলা নেওয়ার চাইতে নিজে বদলে যান, অন্যকেও বদলে যাওয়ার সুযোগ দিন"।
জীবনের পথ এক নয়, অনেক। যার যেমন প্রবণতা সে সেইমত পথ বেছে নেয়। কিংবা চালিত হয়। কিন্তু জীবনের সাথে অবিচ্ছেদ্য একমাত্র সত্য হলো মৃত্যু। মৃত্যুর কোন বিকল্প নেই।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




