A man can be destroyed but not defeated- আর্নেস্ট হেমিংওয়ে
‘মানুষকে ধ্বংস করা গেলেও তাকে পরাজিত করা যায় না (A man can be destroyed but not defeated)’- আর্নেস্ট হেমিংওয়ের এই কথাটির যথার্থতা যুগে যুগে প্রমাণিত হয়েছে নির্যাতিত মানুষের অদম্য প্রাণশক্তির মাধ্যমে .......
বিংশ শতকের অন্যতম প্রধান কবি নাজিম হিকমত। পৃথিবীকে যিনি দেখতে চেয়েছিলেন সবথেকে সুন্দর সমুদ্রের মতো। শোষক-অত্যাচারী রাষ্ট্র, জনতার ন্যায্য দাবি প্রচারের দায়ে একজন কবির উপর চলে অত্যাচারের স্টিমরোলার। মানুষের দুঃখ, আশা তার কবিতায় কৃষ্ণচুড়ার মতো লাল। "জেলখানার চিঠি" ঘিরেছিলো চৌদ্দ শিকের প্রতিটা গরাদ। কি সহজ অথচ দুঃসাহসী উচ্চারণে কবি বলেছিলেন .....
"মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়, ইচ্ছে করলেই সরকার ছিঁড়ে নেবে।"
মানুষের প্রতি, স্বপ্নের প্রতি তাঁর ছিল অগাধ বিশ্বাস। তাইতো তিনি বলেছিলেন-
"দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে।
জল্লাদের লোমশ হাত
যদি আমার গলায়
ফাঁসির দড়ি পরায়
নাজিমের নীল চোখে
ওরা বৃথাই খুঁজে ফিরবে
ভয়।"
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




