অসৎ কাজ অন্যদের ঠকায় নিজেও ঠকে...
(১) মিষ্টি বিক্রেতা মনে করে,আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভেজাল করলে আমার কোন সমস্যা নাই।
(২) বেকারির মালিক মনে করে,আমিতো বিস্কুট খাই না। তাই পঁচা ডিম-ময়দা দিয়ে বানালে আমার কোন সমস্যা নাই।
(৩) ফল বিক্রেতা মনে করে,আমিতো ফল খাই না। তাই কেমিকেল মিশালে আমার কোন সমস্যা নাই।
(৪) মাছ বিক্রেতা মনে করে,আমিতো ফরমালিনযুক্ত মাছ খাই না। তাই ফরমালিন মিশালে আমার কোন সমস্যা নাই।
(৫) লেখা চোর মনে করে' তিনি বিরাট লেখক। ন্যায় বিচার করলে তিনি সাহিত্যে পুরস্কার পেতেন...তবে চোর মনে করে- তার চুরি পাঠকগণ ধরতে পারেনা......
দিনের শেষে-
(১) মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
(২) বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
(৩) ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
(৪) মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।
(৫) লেখা চোর নিজেকে যা ই মনে করুক, তার চুরির জন্য নিজেই ক্ষতিগ্রস্ত হয়, নিজের সৃজনশীলতা ধ্বংস করে ......
--সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে;
অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।
আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে,
ক্ষতি করছে তা ভাবতেও পারেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



