গুম নির্যাতনের শিকার যারা তাদেরকে আই সি টি তে মামলা করতে হবে...
একটা গল্প বলি-
ভগ্নস্বাস্বাস্থ্য ক্ষীণকায় এক লোক শারীরিক দুর্বলতা নিয়ে চিকিৎসকের পরামর্শে জীমে ভর্তি হয়েছেন। তিনমাস ছয়মাস বছর পেরিয়ে যায় কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি নাই বরং অবস্থা আরও লবেজান। আবার তিনি চিকিৎসকের চেম্বারে গেলেন...
চিকিৎসক রোগীর ভগ্নদশা দেখে বললেন- 'আপনাকে জীমে ভর্তি হতে বলেছিলাম.....'- চিকিৎসকের মুখের কথা কেড়ে নিয়ে লোকটা চরম বিরক্তি নিয়ে জীমের এডমিশন কার্ড এবং এক বছরের এডভান্স পেমেন্ট রিসিট বের করে দেখালেন।
চিকিৎসক কিছুটা হতাশ হয়ে রোগীকে তার দৈনন্দিন কর্মসূচি এবং খাদ্য তালিকা জানতে চাইলেন। রোগী তার কর্মসূচি বললেন- "সকাল আটটা নাগাদ ঘুম থেকে উঠে নাশতা খেয়ে খবরের কাগজ পড়ি, টিভি দেখি, ফেসবুক করি, রিল দেখি। দুপুরে খেয়ে ফেসবুকে লাইক কমেন্টস করি, রিল দেখি। সন্ধ্যায় গলির মোড়ে টং দোকানে চা-টা খাই, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত দশটার মধ্যেই বাসায় ফিরে ভাত খাই। খাইয়া দাইয়া শুইয়া মোবাইল টেপাটেপি করি, রিল দেখি- রাত একটা দুইটার মধ্যেই ঘুমাই।"
চিকিৎসক জিজ্ঞেস করলেন- 'তাহলে জীমে যান কখন?'
রোগীঃ "জীমে ভর্তি হইয়া একবারেই পেমেন্ট দিয়া দিছি। আরতো যাইনা!"
এবার আসি আসল কথায়.....
'গুমের বিচার হয়না' বলে যারা তারস্বরে হাহুতাশ করছেন....
মনে রাখবেন, গুম নির্যাতনের শিকার হয়ে যারা গুমের অভিযোগ করেছেন গুম কমিশনে- তাদের মামলা করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। তদন্ত করবে অপরাধ তদন্ত কমিশন...
তারপর বিচার।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৫ সকাল ১০:২৬