নিস্তব্দ চারপাশ
গুমরে মরে অবিনাশী লাশ
বাতাশে কীসের গন্ধ আজ
অদ্ভুত খেয়ালে কে সাজে বহুরুপী সাজ ?
কে আজ এমন করে সুনিপুণ দক্ষতায়
কেড়ে নিয়েছে হাসি চাপা দুঃখ বেদনায় ?
আজ কেন নিষ্প্রাণ সকল অনুষ্ঠান
কেন নেই তাতে আর হৃদয়ের সেই টান ?
কেন আজ সবকিছু ধূসর , ধোঁয়াশে
উড়ে যায় অনায়াসে আকাশে
শুধু শূন্যতা পিছনে ফেলে ?
কেন তবে সবকিছু কুয়াশাচ্ছন্ন
কীসের নেশায় আমরা আজ এতটা বিচ্ছিন্ন ?