১৯ শতকের আইরিশ লেখক অসকার ওয়াইল্ড বলেছেন,
"পুরুষ ও নারীর মধ্যে কখনো বন্ধুত্ব সম্ভব নয়।ক্রোধ,
শত্রুতা,শ্রদ্ধা,ভালোবাসা সম্ভব কিন্তু বন্ধুত্ব নয়।
এ কথাটা ভিত্তিহীন না।বরং এটাই সত্যি।co-education এবং engineering পড়ার বদৌলতে class এ ৮০% ই ছেলে।এটা ব্যাপারনা।versity level এ এসে যখন সবার মনমানসিকতার উন্নত পরিবর্তনের কথা চিন্তা করা উচিত,তখন দেখা যায় বেশিরভাগ ছেলেই class এর মেয়েদের friend হিসেবে ঠিক নিতে পারেনা।মেয়েদের সাথে কথা বলতে এসে তাদের মনে এটা থাকে যে,ওরা মেয়ে,ওদের সাথে কথা বলার style হবে আলাদা।তাদের সাথে friendship এর কিছু নাই।class এর যে মেয়েগুলো ছেলেদের সাথে কথা কম বলে তাদের ভালোভাবে পঁচানো উচিত।আর সেই মেয়ে যদি সুন্দরী হয় তবেতো কথাই নেই।এতো ভাব কিসের?মেয়েটা কি single?নাকি double?এই মেয়েটার এই problem,ওই মেয়েটা ভালোনা....সেই ভালোনা মেয়েটার সাথে কিভাবে প্রেম করা যায়??যদি মেয়েটা রাজি না হয়,তার ফল হল তাকে সুযোগ মতো আরও খারাপ হিসেবে উপস্থাপন করা।কোন মেয়ের সাথে কোন সহপাঠি ছেলেকে কথা বলতে দেখলে তা নিয়ে জল্পনা কল্পনা।কোন মেয়ে যদি ভালোভাবে সবার সাথে কথা বলে তাহলেতো আর কথাই নাই।
আরও মজার ব্যাপার হল,কোন ছেলে যদি কোন মেয়েকে ভালোবেসে ফেলে তাহলে সেই খবরটা অবশ্যই তার সব friendরা সবার আগে জানবে।তাবৎ ছেলে মহলে সেটা প্রচার হবার পর,সর্বশেষে সেটা জানবে সেই ভালোবাসার পাত্রিটি।ফলাফল যে কি, বুদ্ধিমান পাঠকের তা আর বলে দেয়ার প্রয়োজন দেখছিনা।ও... ফলাফল দুই রকমের হতে পারে-১.মেয়েটা যদি রাজি থাকে তাহলে তার মতো ভাল আর মেয়েই হয়না।২.রাজি না হলে যতোটানা ছেলেটা সত্যিকারের কষ্ট পায় তার চেয়ে বেশি হচ্ছে অপমানবোধ।সবার কাছে কিভাবে নিজের অবস্থানটা ঠিক রাখা যায়,সেটাই তখন মুখ্য।আমার নিজের অভিগ্যতা থেকেই বলছি।এই যদি হয় অবস্থা তাহলে আর অভিধানে বান্ধবি শব্দটার দরকার কি?স্ত্রী,প্রেমিকা,প্রণয়িনী এমন বহু শব্দ আছে।
আসল কথা হল,মেয়েরা এখন আর ঘরে বন্দি নেই।তারাও পড়ালেখা করছে,কর্মক্ষেত্রে আসছে।তাই সংখ্যা গরিষ্ঠ ছেলেদের উচিৎ মেয়েদের প্রতি সহযোগিতামুলক মনোভাব রাখা,না পারুক সমস্যা নেই,অন্তত তাদের বিরোধিতা না করা।তাদের সম্মান করতে শেখা,না পারলে অন্তত অপমান না করা।একটা কথা ছেলেরা মানলেও সত্য,না মানলেও সত্য-একটা মেয়ে যখন উচ্চশিক্ষার জন্য আসে তখন সব ছেলেমেয়ের সাথে প্রতিযোগিতা করেই আসে।তাই তারা এতোটা অসহায় না,যে ছেলেদের ছাড়া চলতেই পারবেনা।তবে বিরোধিতার দরকার কি ভাই???চলুন না,আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে আগামীর স্বপ্ন দেখি।
বি:দ্র:অসকার ওয়াইল্ডের যুগ আর নাই।ওনার কথা ঠিক আছে,তবে মেয়েরা যখন একটা বড় পরিমন্ডলে কাজ করে,সেখানে বন্ধুও প্রয়োজন।যার সাথে কাজ করা লাগবে,সহপাঠি হিসেবে কথা বলার প্রয়োজন হবে,এমন লোকতো সংসারে কম নাই।সবার সাথেতো আর প্রেম সম্ভবনা!!!তাই চিন্তা ভাবনাকে আরও সংযত,আধুনিক(তথাকথিত আধুনিকতা নয়,সত্যিকারের আধুনিকতা।ভাল জামা পড়লেই ভাল মানুষ হওয়া যায়না),চিন্তাশীল করা উচিত।তাহলেই সম্ভব,নইলে আমি আর তাদের সাথে খেলমুনা।
(i got it 4m one of my facebook friend...tai shr korlam..)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


