যে কথা, বাজে দিবারাত্রি, হৃদয়ে চুপিসারে!
যে কারণে নীল আকাশে ভাসে রঙিন মেঘের ভেলা,
যেদিকে তাকাই, শুধু রংধনুর সাতটি রঙের খেলা!
‘এই হৃদয়ের কতটা জুরে আছো’, তুমি জানো না;
এ হৃদয় খুঁড়ে দেখতে পেলে, অন্যকে আর চাইতে না!
‘তোমারও হৃদয় দুলে আর কাহারও তরে’ এই জেনে
ঈর্ষায় জ্বলে পুড়ি বারে বারে, ‘কিভাবে নেই মেনে?’
কি জানি সে জানে কিনা যে ‘সে কতটা ভাগ্যবান’!
দূর্ভাগা আমি, দূরের পথিক, দূরেই রই; ওগো, জান!
হারানোর ভয়ে স্বীকার করিনা, ‘কত ভালবাসি!’
অস্থিরতার সময় স্রোতে আমি একাই ডুবি-ভাসি!
যতই ভাবি, ‘না, আর কাছে যাবো না, দূরেই পড়ে রই’,
দূরে থাকা হয়না, কেমন করে যেন ফের চলে যাই!
পৃথিবীর বুকে লিখে দিতে চাই, ‘তুমি শুধু আমার’;
তোমার হৃদয়ে যে ছবি ভাসে, “সে আর কেউ নয়, ‘আমার’!”
০৬০১২০১৩...
(ষোল মাত্রাবিশিষ্ট ‘মাত্রাবৃত্ত’ ছন্দের একটি ক্ষুদ্র প্রয়াস)

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫