আমি কী আর মানুষ আছিরে মামু।
আমি কী আর মানুষ আছিরে মামু।
আমি তো আর আগের মানুষ নাই।
আমি তো আর আগের মানুষ নাই।
আমার সাথে বাঘ সিংহের বিস্তর মিল পাই।
আমার সাথে বাঘ সিংহের বিস্তর মিল পাই।
আমি কী আর আগের মানুষ আছি
আমি কী আর আগের মানুষ আছি
আমি এখন ইঁদুর উকুন মশা মাছি।।
আমি তো নাই আগের মত মানুষ
আমি তো নাই আগের মত মানুষ
আমি একটা মানুষ নামের ফানুস।
আমি একটা মানুষ নামের ফানুস।
আগের মত মানুষ নাইরে আমি
আগের মত মানুষ নাইরে আমি
আগের মত নাইরে আমি দামি।
আমি এখন পশু-পাখি-ইট-পাথরের পাঁজা
আমার দেহের রক্ত মাংস নয়রে বন্ধু তাজা।
আমার যারা বন্ধু ছিলে সঙ্গী ছিলে ভাই
তাদের কাছে করজোরে আজকে ক্ষমা চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




