আসুন একটা ম্যাজিক দেখাই:
এই ম্যাজিকটা আপনারা আগে কখনও দেখেছেন বলে মনে হয় না। আমি হলফ করেই বলতে পারি আপনারা দেখেননি।
যাক শুরু করি।
শুরু করার আগে বলে নেই আপনারা কিন্তু ম্যাজিক চলাকালে কেউ হাই তুলতে পারবেন না।
এবার তাহলে সবাই গোল হয়ে দাঁড়ান।
আর একটা কথা যখন আমি ম্যাজিক শুরু করবো, কেউ তখন পাশের জনের দিকে তাকাতে পারবেন না।
আচ্ছা আমার লাঠিটা কই গেল। এই তো পেয়েছি। এবার আমি মাটিতে একটা বৃত্ত আঁকি।
আহ্হা বৃত্তটার মধ্যে কেউ এসে দাঁড়াবেন না। বৃত্তের দাগ ছুঁয়ে আপনার দাড়াবেন। কিন্তু দাগের মধ্যে আসবেন না। তাহলে এবার শুরু করা যাক।
তার আগে বলে নেই, আপনারা আমার সম্পর্কে কেউ কিছু জানেন। কি আমার নাম, আমার পরিচয় কী, আমি বিবাহিত কী না..। আচ্ছা আপনারা আমার সম্পর্কে না জেনেই খেলা দেখবেন? এইটা কোন কথা হলো। যাক নিজে থেকেই পরিচয় দিই। আমার নাম হলো ড. তারাতারি ফিরে আয় চৌধুরী। কী ভাবছেন এইটা আবার নাম হয় কীভাবে। হয়রে ভাই সবই সম্ভব। আমার দাদায় আমার নাম রেখেছিল তারা মিয়া। আচ্ছা আপনারাই বলেন, আমি একজন মানুষ আর আমার নাম কী না তারা মানে নক্ষত্র, এইটা কোন বিষয় হলো। তাই তারার সাথে আমি তারি যোগ করে দিলাম, এইখানে বলে রাখি-ওই বাচ্চারা চোখ থুরি কান বন্ধ কর। আমি আবার একটু তারি খাইতে পছন্দ করি তো তাই এই সংযুক্তি। আর ফিরে আয় মানে হলো কোথাও গেলে আর আমার ফিরতে ইচ্ছে করতো না সেই ছোট বেলা থেকে। আমার মা পরে আমার বউও বলতে ফিরে আয় ওরে ফিরে আয়। তাই এটাও নামের অংশ হয়ে গেল।
যাক আর কথা নয়, সবাই গোল হয়ে দাঁড়িয়েছন? দেখি গোলটা কতটা গোল হয়েছে।
নাহ আপনাদের নিয়ে এই হলো এক বিপদ। আপনারা গোল হতে পারেন না। গোল মানে বৃত্ত আঁকতে বললাম আর আপনারা বানালেন আলু। ওই মিয়ারা আপনারা পিছিয়ে যান। আর বাচ্চা বাবারা আপনারা একটু এগিয়ে আসুন।
ঠিক আছে তাহলে? শুরু হইল কিন্তু। সবাই চুপ করেন। আগেই বলছি কথা বলতে পারবেন না। কোন ফিস ফিসও হবে না। এই দেখুন, আমার হাতে দেখছেন একটা লালগোলাপ। এটাকে আমি নিমিষেই জাদু দিয়ে হাতপাখা বানিয়ে আপনাদের বাতাস খাওয়াব।
আচ্ছা ভাইজানেরা মানুষের নামেই কী সব হয়। তার একটা ঠিকানা থাকে না। আমার কী তা আছে। এই যে আমি রাস্তায় দাড়ায় খেলা দেখাইতেছি মানে কী আমি রাতে রাস্তাতেই ঘুমাই। নিশ্চয়ই না। আমার বাড়ি নদীয় জেলা সদরের পুকুরপাড় এলাকায়। কিন্তু আমি সেখানে থাকি না। সেখানে থাকে আমার মা আমার স্ত্রী চন্দ্রবানু আর আমার ছেলে সুরুষ চৌধুরী। আর আমার বংশ পরিচয় তো নামের সাথেই পাচ্ছেন মানে আমি চৌধুরী বংশের পোলা।
যাকগে। বংশ দিয় কিছু হবে না হয় নাই।
দেখছেন কী হয়া গেল। আমার গোলাপ কই গেল। হাতপাখাটা দিলো কে আমারে। এই এসি যুগে হাত পাখার কোন খাওয়া আছে না কী ভাই। যা পাখা চলে যা।
কী দেখলেন ভাই আবার আমার হাতে গোলাপ রইল।
এইটা হলো আমার সুচনা জাদু। এরপর দেখাবো আরও মজার খেলা। আপনারা তৈরি থাকুন। আমি একটু পানি খেয়ে নিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




