
আলমগীর স্বপন। পেশায় সাংবাদিক। তিনি বর্তমানে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার। আগে ছিলেন এটিএন বাংলায় একই পদে। আমার অনেক দিনের প্রত্যাশা ছিলো, আমি তাঁর সাথে কাজ করবো। তাঁর কাছ থেকে কাজ শিখবো। এ মাসের শুরুতে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আর স্বপন ভাই এখন প্রায় পাশাপাশি বসি। তাঁর কাছ থেকে পরামর্শ নেই। তিনি বেশ উদার। সাহায্য করার জন্য যেন উন্মুখ হয়েই থাকেন।
তিনি সামুতে লিখতে শুরু করেছেন কয়েক দিন হলো। কিন্তু তাঁর লেখা এখনও প্রথম পাতায় না দেয়ায় সুখ পাচ্ছেন না। তিনি লিখেনও ভাল। সাংবাদিক তো লেখার হাত বা হাতের লেখা সুন্দর। তাঁর লেখা প্রথম পাতায় না আসায় আমার যেন আর তর সইছে না।
আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কবে তার লেখা পড়ে আলোকিত-আলোড়িত হবো আমি এবং আমার মত অনেকেই।

শ্রদ্ধেয় আলমগীর স্বপনকে অভিনন্দন। লিখতে থাকুন প্রথম পাতায় চলে আসবেন শিঘ্রই।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ বিকাল ৫:২০