ও..... একটা কথা বলা হয়নি , ইতিমধ্যে আমি আমার লোভনীয় অর্থকরী ডাক্তারি পেশা লাটে তুলে দিয়ে পুরোদস্তুর সাংবাদিকতায় নেমে পরেছি । আমার হাতে আমার হারিয়ে যাওয়া কলম আর মুভি ক্যামেরা ফিরিয়ে দিয়েছে ইন্দ্র ।ডাক্তারিতে অ্যাডমিশান নেবার আগে অবশ্য সাংবাদিকতায় একটা অনার্স সংক্রান্ত গোল্ড মেডেল প্রাপ্তি হয়েছিল আমার । ইন্দ্র ধূপকাঠির মতো জ্বলে গিয়ে আমার জীবন কে করে দিয়েছে সুরভিত ।
আমার জীবনের সূর্যোদয় থেকে সূ্র্য্যাস্ত এখন শুধুই ইন্দ্রময় । "ইয়া রাব্বা দেদে কোঈ জান ভী মগর ---- দিলবর পে হো না; দিলবর পে হো না কোঈ অসর ।" কিন্তু আরো বড় ধাক্কা আমার জন্য অপেক্ষা করে ছিল । ইন্দ্রের রাজসভায় আমার বিচার হয়ে গেছে ।ফাঁসির আদেশ হলে খুশি হতাম । কিন্তু না , হল যাবজ্জীবন দগ্ধে মর বাপু । ইন্দ্রের জীবন খাতার পাতা থেকে আমি চিরতরে নির্বাসিত হয়েছি । "আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবনা ভুলিতে" । তাকে ভোলা কি আমার পক্ষে কোনোদিন সম্ভব ??
এরপর আস্তে আস্তে তার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ কমে এল; আমার ওকে বড় প্রয়োজন, কিন্তু তাতে ওর কি-ই বা যায় আসে !!!!
ওর জীবনে আমি একটা উড়ে এসে জুড়ে বসা অবাঞ্ছিত বস্তু ছিলাম , যাকে সে সমূলে উপড়ে ফেলে দিয়েছে । এতেই সে পেয়েছে মুক্তির স্বাদ। "বেহতি হাওয়া সা থা বো , উড়তি পতঙ্গ সা থা বো ---- কাহা গেয়া উসে ঢুণ্ডো । "
সে হয়তো আজো সেই আপাদমস্তক কাল পোশাকে ঢেকে কাঁধে ইয়ামোটা এক বি বি সি গাইডবুক, যাবতীয় খবর নিয়ে থানা - আদালত -চষে বেড়াচ্ছে ।
"হামকো তো রাহে থি চালাতি, বো খুদ আপনা রাহ বানাতা , গিরতা সামহালতা মস্তিমে চলতা থা বো ।
ও প্রায়ই সারারাত আমায় কবিতা শোনাতো । কখনো নিজের কখনো বা তার কোনো প্রিয় কবির লেখা । হঠাৎ সে কবিতা লেখাও ছেড়ে দিল ।
আমি আজো তাকে খুঁজে বেড়াই শুধু বলতে - হমকো কাল কি ফিকর সাতাতি, বো বাস আজ কা জশ্ন মনাতা, হর লমহে কো খুলকে জিতা থা বো । [sb]"ইন্দ্র তুমি জিহানোই থাহ,নিজের মনের পসন্দমতন বালা থাহ বস্। হালা তুমার কাল্টি মারণের ঢং দেইখ্যা আমি শালা পৈঠ।আমার গুড্ডি ছৈল।"[/sb]পাঠক পাঠিকারা জানতে পারলে খুশি হবেন,ইন্দ্র স্বমহিমায় তার সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ।আর আমার কি হল ??? "ক্ষ্যাপা খুঁজেখুঁজে ফিরে পরশমাণিক "
"কহাঁ সে আয়া থা বো ........ছুঁ কে হামারে দিলকো ......কহাঁ গেয়া উসে ঢুণ্ডো"---আল ঈজ ওয়েল। (সমাপ্ত)
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



