সবাই ঘুমিয়ে আমার ক্যান ঘুম আসে না। তাইলে এই জীবনে আর সভ্য মানুষ হওয়া হইল না আমার। সবাই যখন কর্মব্যাস্ত দিন কাটায় আমি তখন গভীর নিদ্রায় নিমজ্জিত। আমার বর্তমান লাইফে কুন মাইয়ার স্থান নাই, মেয়ে মানুষ বলতে আমার মায়ের সাথেই কথা হয় তাও কখনও সখনো। আম্মার মতে বাড়িতে কেউ যদি মইরাও যায় আমি বলে টের পাব না! হইতে পারে খুব একটা ভুল বলে না আম্মা।
আজ অলমোস্ট ছয় বছর হয়ে গেল আমি রাতে ঘুমাতে পারি না। ঘুম আসে সেই ভোরের একটু আগে। আমিতো আমার সব বাজে অভ্যাস গুলো ত্যাগ করছি। গাঁজা খাই নাই, মদ ছুঁই না, ডাইল তো চক্ষেও দেখি না তয় আমার ঘুম আইবো না ক্যান? এত কিছু খাইয়াও আমি ঘুমাইতে পারি নাই কুনদিন আজ সব ছাড়ার পরও একই অবস্থা ক্যান!
রাতের এই অঘুমিও অবস্থায় মস্তিস্কে সব আজগুবি চিন্তারা পাখা মেলে। আমার ছয় বছরের পর্যবেক্ষনের ফল সরুপ এতটুকু বলা যায় লাইফে শান্তি না থাকলে ঘুম আসে না। যেহেতু রাতে আমি ঘুমতে পারি না তাই বাসার অথবা আশেপাশের ঘুমন্ত মানুস গুলোকে দেখি। কি সুন্দর হাত-পা গুটিয়ে ঘুমুচ্ছে। আমার মনে হয় লাথ্থি দিয়া ঘুম ভাঙ্গায় দেই! এত ঘুম আসে কই থিকা! ঘুমন্ত মানুস নিস্পাপ হয় বিধায় চাইলেও পারি না।
শেষকালে এই ঘুমের যন্ত্রনায় থাকতে না পাইরা এক ডাক্তার বন্ধুর কাছে গেলাম। শুনছি চারচোখ দিয়া পড়তে পড়তে আজ সে বিশাল এক ডাক্তার হবার দ্বারপ্রান্তে। দেখার পর কয় -
১.দিনে এত ঘুমাস ক্যান? উওরে কইলাম তুই ডাক্তার হইলি ক্যামনে! আমার সন্দেহ আছে?
২.রাইতে কি ঘুমের খুব 'ড্রিস্টাব' অয়? আর কথাই কই নাই হালার লগে। মুখ খ্রাপ কইরা গালি দিয়া চইল্যা আইছি। পড়ে মনে হইছে ওয় ঠিকই ভাল একজন পয়সাওয়ালা ডাক্তার হইবো একদিন। বন্ধুর সাথে যে এতটাই প্রোফেসোনালিজম দেখায় সেই ভাল ডাক্তার হইবো।
মানুসজন বিবেকবুদ্ধিহীন হয়া যাচ্ছে .......... অপরিনত আকাশে একটু পরই সূর্য উঠবে.....কাউকা ডাকা শুরু করছে.......আমার ব্যাপক আকারে ঘুম পাচ্ছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


