
এই ছবিটি মেঘনা নদীর। এর একটু উত্তরেই পদ্মা নদী এই নদীর সাথে মিলেছে। ছবিতে আরো অনেক শাখা প্রশাখা দেখা যাচ্ছে। কে বলবে বাংলাদেশে সুঁপেয় পানির অভাবে কত লোক অসুস্থ হয়, যেখানে এত এত নদী আছে আমাদের।
২) ভবিষ্যতের ব্রীজ:

পদ্মা ব্রীজ, যার অন্যতম ফিচার হল , নদীশাসন। এটি হলে দেশের অনেক উপকার হবে।
৩)এক্সপ্রেস ওয়ে:

কেউ জানে না এই এলিভেটেড প্রজেক্ট কবে শেষ হবে। ঢাকার জামের একটি অন্যতম কারন হলো এই প্রজেক্ট।
৪) টি এস সি:

কত কিছু বদলেছে ঢাকায়। টি এস সি প্রায় একই রকম আছে।
কত স্মৃতী , কত কথা,
কত গান জড়িয়ে আছে এইখানে
এই চত্তরে।
৫) বানিজ্য

মতিঝিল শাপলা রাউন্ডএবাউট এলাকা। সেনা কল্যান ভবনটি ছিল একসময় সবচেয়ে উচু। এখন অবশ্য অনেক ভবনই এর থেকে উচু।
তবু আমাদের বেকারত্ব্য কমছে না। এর সামাধান কি?
৬) গ্রাম


শহরের সব ক্লান্তি দুর হয়ে যায়, একটু গ্রামে গেলে। এখানেই শান্তি, এখানেই মূল।
-------------
@চাঁদগাজী কমেন্ট মিস করছি।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


