এর জন্য আপনাকে যা করতে হবেঃ
প্রথমে ২০০০০ টাকা খরচ করে সেমুয়েলসন কোম্পানির দাম্বেল কিনুন ।
এরপর আপনাকে দেয়া হবে একটা রেফারেল আইডি । সেই আইডি এর মাধ্যমে আপনি ২ জনকে সেমুয়েলসন কম্পানিতে অন্তরভুক্ত করুন । এতে আপনি পাবেন সাথে সাথে প্রতি জনে ২০০০০ করে ৪০০০০ টাকা । এতে আপনার এক সার্কেল পূর্ণ হবে ।
২) এবার উনাদের বলুন মুরগী মানে তাদের মত লোক সংগ্রহ করতে । অবশ্য আপনার বলা লাগবেনা তারাই টাকার লোভে
উসাইন বল্টের মত দৌড়াদৌড়ি করবে ! যা হক তারা এক জন
লোক সংগ্রহ করলেই আপনি পাবেন ১০০০০ টাকা । এখানেই শেষ নয় । তারা দুই পাশে ২ জন অন্তর্ভুক্ত করলেই আপনি পাবেন ম্যাচিং বোনাস ১০০০০ টাকা ।
৩) এভাবেআপনার নিচে ৫০ জন থাকলেই আপনি হবেন কম্পানিরg . wআপনি পাবেন কম্পানির পক্ষ হতে গাড়ি !
৪)আপনার নিচে ১০০ জন হলে আপনি হবেন কোম্পানির b.w
আপনি পাবেন কম্পানির পক্ষ হতে ঢাকা শহরে একটি ফ্লাট !
৫) আপনার নিচে ২০০ জন হলে আপনি হবেন কোম্পানির be.w
আপনি হবেন কম্পানির পি এইচ ডি!! আপনাকে মালয়েশিয়াতে একটা ফ্লাট দেয়া হবে ।
৬)আপনার নিচে ৫০০ জন হলে আপনাকে কোম্পানির স্পেশাল শেয়ারহোল্ডার করা হবে আপনি পাবেন প্রতিদিন কম্পানির সেলস ভলিউমের ১০% !
৭)আপনার নিচে ২০০০ জন হলে ত কথাই নাই আপনি কম্পানি দিবে এককালীন বোনাস এক কোটি টাকা !! ৫টা গাড়ি আর একটা ৫ স্টার হোটেলের ২০% শেয়ার !
আর ্তত দিনে আপনি দাম্বেল দিয়ে ব্যায়াম করতে করতে নিশ্চয়ই আপনার বাহু অনেকের হিংসার আর প্রেয়সীর প্রশংসার কারন হবে!
আর দেরি কেন এখনি এ মুহূর্তে যোগ দিন কম্পানিতে! মনে রাখবেন সময় আর সুযোগ কার জন্য বসে থাকে না!!
আর প্লিজ আমার আপনার রেফারেল আইডি ব্যবহার করে যোগ দিন । নাইলে আপনার উপর আল্লাহর গজব পড়ুক ঠাটা পরুক । আমার রেফারেল আইডি
আর বিস্তারিত জানতে হলে আমার সাথে রমনার বটতলায় যোগাযোগ করুন!!
বিশেষ দ্রষ্টব্য- চুপি চুপি বলি কাউকে বলবেন না এ কম্পানির সাথে অর্থমন্ত্রী , বাণিজ্যমন্ত্রী আর প্রধান্মন্ত্রইর..... না থাক আর বলবনা এরা জড়িত । তাই আপনার বিনিয়োগ হবে সুরক্ষিত
আপনাদেরই মঙ্গল কামনায়ঃ
আমি কিন্তু সেইরকম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


