আমার চক্ষু নাই রে ওরে আমার চক্ষু নাই
নয়নমনি নাই রে আমি কেমন কইরা চাই
ভরা গাঙ্গে সাম্পান বাইয়া আউশ ধানের ফিরনী খাইয়া
মনি আমার ঘুমাইত এই বুকে
বিলাশ ও ব্যসন ছাইড়া স্বর্গ সুধায় অন্তর ভইরা
দিন কাটাইত বেহেশতের সুখে
অভাগিনীর সুখের লগন ভাইঙ্গা দিয়া বন্ধু এখন
মরিচীকার পিছন কেন ধায়
ওরে আমার চক্ষু নাই
নয়নমনি নাইরে আমি কেমন কইরা চাই
অ¤− মধুর কতা কইয়া কলিজাখান হাতে লইয়া
বন্ধু আমার মারত জোরে টান
এই অভাগিনীর বরন কালো বন্ধু কইত চান্দের আলো
সুখের ঢেউয়ে দুলত এ পরাণ
কারবালার সীমার হইয়া এই গলাতে খুর বসাইয়া
বন্ধু আমায় কেমনে ছাইড়া যায়
ওরে আমার চক্ষু নাই
নয়নমনি নাইরে আমি কেমন কইরা চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




